ডিসেম্বর ২২, ২০২২ ০৯:৩৮ Asia/Dhaka
  • ভিয়েনা বৈঠক (ফাইল ফটো)
    ভিয়েনা বৈঠক (ফাইল ফটো)

রাশিয়া বলেছে, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে স্থগিত হয়ে যাওয়া ভিয়েনা সংলাপকে কয়েক দিনের মধ্যে ফলপ্রসূ করা সম্ভব কিন্তু আমেরিকার অনীহার কারণে তা সম্ভব হচ্ছে না। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানভ এ মন্তব্য করেছেন।

তিনি গতকাল (বুধবার) ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ার দৃষ্টিতে ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার সংলাপ মাত্র এক বা দুই দিনের মধ্যে [একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে] গুটিয়ে ফেলা সম্ভব।

উলিয়ানভ বলেন, এখনও যেসব অমীমাংসিত বিষয় রয়েছে সেগুলো তেমন জটিল নয়; কিন্তু এই সংলাপ আবার শুরু করতে আমেরিকা ইচ্ছুক নয় বলে মনে হয়।

২০১৫ সালে স্বাক্ষরিত ও বাস্তবায়িত ইরানের পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে একতরফাভাবে বেরিয়ে যায় আমেরিকার তৎকালীন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ওই সমঝোতার ভিত্তিতে তেহরানের ওপর থেকে প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ওয়াশিংটন। এর ফলে সমঝোতাটি মুখ থুবড়ে পড়ে এবং এরপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতির আলোকে ইরানের ওপর আরো অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন।

প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার ক্ষমতা গ্রহণ করার পর গত বছরের এপ্রিল মাসে ওই সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সংলাপে বসে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো। কিন্তু মার্কিন সরকার ট্রাম্প প্রশাসনের আমলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে চলতি বছরের আগস্ট মাসে ভিয়েনা সংলাপ ভেঙে যায়। তারপর থেকে ওই আলোচনা স্থগিত রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২২

ট্যাগ