সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১৪:২৪ Asia/Dhaka
  • ভিয়েনায় পরমাণু সহযোগিতা নিয়ে ইরান ও পাকিস্তানি কর্মকর্তাদের আলোচনা

ইরানের পরমাণু শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান মোহাম্মদ ইসলামি বেসামরিক পরমাণু শক্তির বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের বিষয়ে পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র ৬৭তম সাধারণ অধিবেশনের ফাঁকে গতকাল (বৃহস্পতিবার) এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এইওআই’র প্রধান মোহাম্মদ ইসলামি ও পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান রাজা আলী রাজা আনোয়ার দু দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা তেহরান ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

গত মাসে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান পাকিস্তান সফরে গিয়ে বলেছিলেন, ইসলামী প্রজাতন্ত্র মনে করে অভিন্ন স্বার্থের জন্য প্রতিবেশী পাকিস্তানের সাথে সর্বাত্মক সম্পর্ক এবং সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে একেবারেই কোনো সীমাবদ্ধতা নেই। 

গত ৪ আগস্ট ইসলামাবাদে পাকিস্তান সিনেটের চেয়ারম্যান মুহাম্মদ সাদিক সাঞ্জরানির সাথে বৈঠকের সময় আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থাকে অনুকূল বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই সম্পর্ক আরো উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। 

তিনি দুই দেশের মধ্যে বহু বিলিয়ন ডলার বিনিয়োগে নির্মীয়মান গ্যাস পাইপলাইনকে দ্বিপক্ষীয় সহযোগিতার অন্যতম উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, ২০১৪ সাল থেকে আটকে থাকা বহু বিলম্বিত প্রকল্পের কাজ শেষ করার জন্য পাকিস্তানকে তিনি অনুরোধ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ