ইরানের সংসদে সংখ্যালঘুদের কয়জন প্রতিনিধি রয়েছে?
-
সংখ্যালঘু ভোটার
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধান অনুযায়ী দেশের ধর্মীয় সংখ্যালঘুরা অন্যদের মতোই আইনের সীমার মধ্যে সম্মানিত। তারা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে স্বাধীন। ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে নিজেদের ধর্মীয় বিধান অনুযায়ী চলার অনুমতি রয়েছে সংখ্যালঘুদের।
ইরানের সংবিধানের ৬৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘু শ্রেণী ইরানের সংসদে একজন করে প্রতিনিধি রাখতে পারে। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংসদের অষ্টম, নবম ও দশম মেয়াদে ইহুদি সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী সিয়ামাক মোরে সেদ্ক বলেছেন- ইরানে প্রতি ৩ লাখ মানুষের জন্য একজন সংসদ সদস্য থাকে; অথচ ধর্মীয় সংখ্যালঘুদের মোট সংখ্যা ৩ লাখের কম হওয়া সত্ত্বেও তাদের জন্য ৫ জন প্রতিনিধি রয়েছে। এটি প্রমাণ করে যে, সংবিধান প্রণেতাদের দৃষ্টিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর রাজনৈতিক প্রক্রিয়া ও দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশগ্রহণের গুরুত্ব রয়েছে।
ইরানের একাদশ সংসদে আরা শাভারদিয়ান উত্তরাঞ্চলের আর্মেনীয় খ্রিস্টানদের প্রতিনিধি ছিলেন। তিনি দ্বাদশ সংসদের নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পেয়ে আবারও উত্তর ইরানের আর্মেনীয় খ্রিস্টানদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।
এছাড়া, একাদশ সংসদে দক্ষিণ ইরানের আর্মেনীয়দের প্রতিনিধি ছিলেন রবার্ট বিগলারিয়ান; তবে এই মেয়াদে গগার্দ মানসুরিয়ান দ্বাদশ সংসদে দক্ষিণ ইরানের আর্মেনীয়দের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
অ্যাসিরীয় ও ক্যালডিয়ান খ্রিস্টানদের প্রতিনিধি শার্লি আনভিয়া তাকিয়া দ্বাদশ সংসদের নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট পেয়েছেন।
ইহুদি সম্প্রদায়ও একাদশ সংসদের প্রতিনিধি হোমায়ুন সামেহ ইয়াহকে পুনরায় দ্বাদশ সংসদের জন্য নির্বাচিত করেছে।
ইরানের জরথুস্ট্রিয়ান সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে একাদশ সংসদে এসফান্দিয়ার এখতিয়ারি দায়িত্ব পালন করছিলেন; তবে বর্তমানে দ্বাদশ সংসদে জরথুস্ট্রিয়ানদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মিসেস বেহশিদ বারখোরদার।#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন