আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যর প্রতিরোধ ফ্রন্টগুলোর ঐক্যবদ্ধ অবস্থান
-
• হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম
পার্সটুডে- আঞ্চলিক ঘটনাবলীর ধারাবাহিকতায়, প্রতিরোধ অক্ষের নেতারা আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে এবং ভেনেজুয়েলার সমর্থনে নতুন অবস্থান নিয়েছেন।
লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং হামাসের একযোগে অবস্থানের ঘোষণা আবারও আমেরিকা ও ইসরায়েলের নীতির বিরুদ্ধে একটি সুসংগত আঞ্চলিক ফ্রন্টের চিত্র তুলে ধরেছে। পার্সটুডের এই সংবাদ প্যাকেজে প্রতিরোধ ফ্রন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরা হলো।
আমরা বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি আগ্রাসী দেশ; শেখ নাইম কাসেম
হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম শনিবার এক বক্তৃতায় বলেন: আমরা বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি আগ্রাসী এবং নিপীড়ক দেশ। যারা আমেরিকার তত্ত্বাবধানে আসে এবং ইসরায়েলের দখলদারিত্বের অধিকারকে প্রচার করে তাদের জন্য লজ্জা। যারা ইসরায়েলি আগ্রাসনকে ন্যায্যতা দেয় এবং এর মোকাবেলায় অংশগ্রহণ করে না তাদের জন্য লজ্জা, এমনকি মিডিয়ার চাপের পরেও।
আমেরিকা হলো সকল মন্দের মূল এবং সন্ত্রাসবাদের জননী: আনসারুল্লাহ
ইয়েমেনে আনসারুল্লাহর রাজনৈতিক কার্যালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে: ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকার আগ্রাসন এবং এই দেশের উপর পূর্ববর্তী অবরোধ আমেরিকার বর্বরতা ও অপরাধের মাত্রা তুলে ধরে। এই মার্কিন আগ্রাসন দেশ ধ্বংস, মানুষ হত্যা এবং তাদের সম্পদ লুণ্ঠনের উপর ভিত্তি করে যা আমেরিকার নীতির আরেকটি প্রমাণ। এই মার্কিন আগ্রাসন আবারও প্রমাণ করে যে আমেরিকা হলো সকল মন্দের মূল এবং সন্ত্রাসবাদের জননী। আনসারুল্লাহ আন্দোলন ভেনেজুয়েলা এবং এর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে তার সংহতি প্রকাশ করেছে যিনি আমেরিকার আধিপত্যের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করেছিলেন।
যে ইরাকের সীমান্ত লঙ্ঘন করছে সে নিজের কবর নিজেই খনন করছে! :আবু আমের
ইরাকি পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের উপ-প্রধান আবু আমের আল-ইসাউই আল-আহেদ টিভির সাথে এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর সাথে তাদের বাহিনীকে সংযুক্ত করার আহ্বানের তীব্র সমালোচনা করে বলেছেন: "এমন প্রস্তাব বিভ্রম ছাড়া আর কিছুই নয় এবং কিছু অজ্ঞ রাজনীতিবিদ আজ ঔপনিবেশিক লক্ষ্যগুলি পুনরাবৃত্তি করছেন। পপুলার মোবিলাইজেশন ফোর্সেসকে সেনাবাহিনীর সাথে যুক্ত করার অনুরোধের উদ্দেশ্য হল ইরাককে বিভক্ত করা এবং আইএস জঙ্গিদেরকে প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করা।" তিনি অন্য প্রসঙ্গে জোর দিয়ে বলেন যে "ইরাকি সীমান্ত এখন সম্পূর্ণ নিরাপদ এবং আইএস আর কোনও হুমকি তৈরি করে না, এবং তাদের যে কেউ ইরাকের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবে সে নিজের কবর নিজেই খনন করবে।" আল-ইসাউই যেকোনো ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধেও সতর্ক করে বলেছেন: "যদি ইহুদিবাদী ইসরায়েল পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করার সাহস করে, তবে এটি একটি শক্তিশালী এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।"
ইব্রাহিমি মসজিদকে ইহুদিকরণের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের আহ্বান জানিয়েছে হামাস
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতি জারি করে বলেছে: “হেব্রন পৌরসভা থেকে ইব্রাহিমি মসজিদ পরিচালনার কর্তৃত্ব কেড়ে নিয়ে দখলদার ইসরায়েলের বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তরের ঘটনা ইহুদিকরণের দিকে অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ যা মসজিদের ইসলামী পরিচয় এবং হেব্রন শহরের আরব ও ইসলামী পরিচয়কে লক্ষ্য করে করা হয়েছে।” বিবৃতিতে বলা হয়েছে: “এই পদক্ষেপ দখলদার সরকারের ইসরায়েলের পশ্চিম তীর এবং জেরুজালেম জুড়ে ভূমি এবং পবিত্র স্থানগুলির উপর নিয়ন্ত্রণ আরোপের প্রচেষ্টার ধারাবাহিকতা।” #
পার্সটুডে/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন