আমরাই বিজয়ী হব: ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
-
নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন সশস্ত্র বাহিনী তুলে দিয়ে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের পক্ষ থেকে দেশটির বিরুদ্ধে ব্যাপক আকারের হামলা চালানোর পর এই দাবি করা হয়েছে।
আজ (শনিবার) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে ট্রাম্প বলেন, "ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক আকারের হামলা সফলভাবে চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোকে তাঁর স্ত্রীসহ আটক করে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।"
দক্ষিণ আমেরিকার এই দেশটির বিরুদ্ধে আজ সকালে মার্কিন সামরিক আগ্রাসনের পর মাদুরোর অবস্থান নিয়ে ভেনেজুয়েলা সরকারের কোনো বিবৃতি এখনও পাওয়া যায়নি।
ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির লোপেজ বলেছেন, কারাকাসে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তাঁর নিহত হওয়ার খবর সত্য নয় এবং তিনি একটি বাংকারে নিরাপদে আছেন।
লোপেজ বলেন, "বীর ভেনেজুয়েলার জনগণ! স্বদেশের সৈনিকরা! বলিভারের সন্তানেরা! বলিভারীয় জাতীয় সশস্ত্র বাহিনী পুরো বিশ্বকে জানাচ্ছে যে, ৩ জানুয়ারি, ২০২৬ সালের ভোররাতে ভেনেজুয়েলার জনগণ যুক্তরাষ্ট্র সরকারের সর্বাধিক অপরাধমূলক সামরিক আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।"
তিনি যোগ করেন, "আমাদের সম্মান, দায়িত্ব এবং ইতিহাস ডাক দিচ্ছে। মুক্ত স্বদেশের চিৎকার যেন প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়। বিজয় আমাদের, কারণ আমাদের পক্ষে আছে যুক্তি ও মর্যাদা। আমরাই বিজয়ী হব।"
পার্সটুডে/এমএআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন