প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের চরম সহিংস আচরণ
https://parstoday.ir/bn/news/world-i117596-প্যারিসে_বিক্ষোভকারীদের_সঙ্গে_পুলিশের_চরম_সহিংস_আচরণ
ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বর্ণবিদ্বেষী বৃদ্ধের গুলিবর্ষণে তিন কুর্দি নাগরিকের নিহত হওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বিক্ষোভ দমন করতে গিয়ে পুলিশ চরম সহিংস আচরণ করেছে। এ সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশ চড়াও হলে তারা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২২ ০৯:৪৩ Asia/Dhaka
  • প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের চরম সহিংস আচরণ

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বর্ণবিদ্বেষী বৃদ্ধের গুলিবর্ষণে তিন কুর্দি নাগরিকের নিহত হওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বিক্ষোভ দমন করতে গিয়ে পুলিশ চরম সহিংস আচরণ করেছে। এ সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশ চড়াও হলে তারা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার প্যারিসে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এক গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়।পুলিশ জানিয়েছে, ওই গুলিবর্ষণের দায়ে ৬৯ বছর বয়সি একজন বর্ণবাদী ও বিদেশি-বিদ্বেষী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তি গত বছর অভিবাসীদের একটি ক্যাম্পে হামলা চালিয়ে গ্রেফতার হলেও সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে। তবে তাকে কেন ছেড়ে দেয়া হয়েছে তা জানা যায়নি।

ওই হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলেই প্যারিসে বিক্ষোভ হয়। এরপর প্যারিসের রিপাবলিকান চত্বরে শনিবার বিকেলে সমাবেশের ঘোষণা দেয় কুর্দি ডেমোক্র্যাটিক কাউন্সিল।সমাবেশে হাজার হাজার বিক্ষোভকারী অংশগ্রহণ করেন।

সমাবেশে সময় বক্তারা নিহত ব্যক্তিদের স্মরণ করে আবেগঘন বক্তৃতা দিলে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ প্রথমে তাদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং পরে তাদের বেধড়ক লাঠিপেটা করে। একরকম যুদ্ধক্ষেত্রে পরিণত হয় প্যারিসের রাজপথ। পুলিশের হামলায় বহু কুর্দি বিক্ষোভকারী আহত হন।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন