যৌথ নৌ মহড়া শেষ করল চীন ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i117788-যৌথ_নৌ_মহড়া_শেষ_করল_চীন_ও_রাশিয়া
রাশিয়া এবং চীনের নৌ বাহিনী সপ্তাহব্যাপী যৌথ নৌ মহড়া সম্পন্ন করেছে। এ মহড়ায় দুই পক্ষ সাবমেরিন বিধ্বংসী হামলার অনুশীলন করেছে, পাশাপাশি উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালিয়েছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২২ ১৮:৩৮ Asia/Dhaka

রাশিয়া এবং চীনের নৌ বাহিনী সপ্তাহব্যাপী যৌথ নৌ মহড়া সম্পন্ন করেছে। এ মহড়ায় দুই পক্ষ সাবমেরিন বিধ্বংসী হামলার অনুশীলন করেছে, পাশাপাশি উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালিয়েছে।

পূর্ব চীন সাগরে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার নাম দেয়া হয়েছিল মেরিটাইম ইন্টারঅ্যাকশন ২০২২। এতে যুদ্ধকালীন যোগাযোগের অনুশীলনও করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বুধবার জানিয়েছে, দুই দেশের নৌ সেনারা সমুদ্রে শত্রু সাবমেরিন খুঁজে বের করার অভিযান চালায় এবং সেগুলোর ওপর বিমান থেকে বোমাবর্ষণ করা হয়। এতে সাবমেরিন বিধ্বংসী বিমান অংশ নেয়।

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এবং চীনের পিপলস লিবারেশন আর্মির নৌ শাখা এই মহড়ায় অংশ নিয়েছে। এছাড়া, শত্রুর হাতে আটক একটি জাহাজ উদ্ধারেরও মহড়া চালানো হয়।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীনের মধ্যে সামরিক সম্পর্ক অত্যন্ত গভীর হয়েছে। মাঝেমধ্যেই দু দেশ যৌথ সামরিক মহড়া চালায়।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।