ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আমেরিকা ঝুঁকির মুখে পড়ছে
(last modified Sun, 01 Jan 2023 07:37:05 GMT )
জানুয়ারি ০১, ২০২৩ ১৩:৩৭ Asia/Dhaka
  • পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

মার্কিন সরকার ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে নিজেকে ঝুঁকির মুখে ফেলছে। মার্কিন কংগ্রেশনাল এডভাইজারি কমিটি গতকাল (শনিবার) এই বক্তব্য দিয়েছে।

গতকাল মার্কিন গণমাধ্যম জানিয়েছে, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল টেকনোলজি এবং বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর পরিচালনা করার জন্য কয়েক ডজন প্রশিক্ষিত সেনা প্রয়োজন। গত কয়েক মাস ধরে এই ধরনের সেনাদেরকে প্রশিক্ষণ কোর্স করানো হয়েছে।

তবে মার্কিন কমিশনের কমিটি উদ্বেগ প্রকাশ করে বলেছে এই পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করতে ব্যাপক অর্থের প্রয়োজন হবে কারণ এর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম ৪০ লাখ ডলার। এছাড়া, নতুন তৈরি প্রতিটি পেট্রিয়ট ব্যাটারির দাম ১১০ কোটি ডলার। ক্ষেত্রে ইউক্রেনকে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়া হবে সেটি কংগ্রেসকে বিবেচনায় নেয়া দরকার।
ডিসেম্বর মাসের শেষ দিকে খবর বের হয়েছে, আমেরিকা ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে। তবে রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হলে মস্কোর সেনারা তাতে হামলা চালাবে।

ইউক্রেন অনেকদিন আগে থেকেই আমেরিকাকে পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য অনুরোধ জানিয়ে আসছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার কারণে যুদ্ধের গতিবেগ আরো বেড়ে যেতে পারে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ