জানুয়ারি ১৯, ২০২৩ ০৯:৫৮ Asia/Dhaka
  • ২০২২ সালে ইরানের তেল উৎপাদন বেড়েছে শতকরা ৬.৭ ভাগ

তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সর্বশেষ রিপোর্ট বলা হয়েছে, ২০২২ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলের উৎপাদন শতকরা ৬.৭ ভাগ বেড়েছে। একইসাথে তেল রপ্তানিও বেড়েছে। তেল রপ্তানির বিষয়ে ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের অব্যাহত সীমাবদ্ধতা আরোপ সত্ত্বেও তেল এই প্রবৃদ্ধি ঘটেছে। 

ওপেকের প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল (বুধবার) ইরানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গতবছর ইরান প্রতিদিন গড়ে ২৫ লাখ ৫৪ হাজার ব্যারেল তেল উৎপাদন করেছে। ২০২১ সালে ইরান প্রতিদিন যে পরিমাণে তেল উৎপাদন করত তার চেয়ে এক লাখ বাষট্টি হাজার ব্যারেল বেশি। এই হিসাবে ইরানের তেলের উৎপাদন গত বছরে আগের বছরের চেয়ে শতকরা ৬.৭ ভাগ বেড়েছে।

ওপেকের প্রতিবেদন এবং ইরানের সরকারি তথ্য উপাত্তের ভিত্তিতে দেখা যায়- ২০২০ সালে ইরানের তেলের উৎপাদন যা ছিল, ২০২২ সালে তার চেয়ে শতকরা ২৮ ভাগ বেড়েছে। ওই বছরে উৎপাদিত তেলের একটা বড় অংশ বিক্রি করতে পারেনি ইরান।

কিন্তু মার্কিন চাপ সত্বেও ২০২২ সালে ইরান অনেক বেশি তেল বিক্রি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স গত সপ্তাহের শেষ দিকে এক রিপোর্টে বলেছে, ২০২২ সালে ইরান যে পরিমাণে তেল বিক্রি করেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে গত পাঁচ বছরে সেই রেকর্ড ছিল না।#

পার্সটুডে/এসআইবি/১৯

ট্যাগ