হতাশ মিত্ররা এক সময় মার্কিন-বিরোধী জোট গড়ে তুলবে
https://parstoday.ir/bn/news/world-i118800-হতাশ_মিত্ররা_এক_সময়_মার্কিন_বিরোধী_জোট_গড়ে_তুলবে
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর অব্যাহত অস্ত্র সরবরাহের ঘটনা সুস্পষ্টভাবে বলে দেয় যে, এসব দেশ রাশিয়াকে টুকরো টুকরো করতে চায়; এমনকি পারলে তারা রাশিয়াকে ধ্বংস করে ফেলে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৩ ১৭:৩৫ Asia/Dhaka
  • দিমিত্রি মেদভেদেভ
    দিমিত্রি মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর অব্যাহত অস্ত্র সরবরাহের ঘটনা সুস্পষ্টভাবে বলে দেয় যে, এসব দেশ রাশিয়াকে টুকরো টুকরো করতে চায়; এমনকি পারলে তারা রাশিয়াকে ধ্বংস করে ফেলে।

গতকাল (রোববার) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে একথা বলেছেন তিনি। মেদভেদেভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাশিয়ার এ নেতা বলেন, পশ্চিমারা তার দেশকে খণ্ড বিখণ্ড করার যে চেষ্টা চালাচ্ছে তা আমেরিকা ও মিত্র দেশগুলোর জন্য হিতে বিপরীত হবে। জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন মিত্র দেশগুলো ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দেয়ার বিষয়ে বৈঠক করার একদিন পর মেদভেদেভ এ মন্তব্য করলেন।   

তিনি বলেন, “এসব দেশ ইউক্রেনকে ভারী অস্ত্র দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই যে, তারা আমাদের দেশকে খণ্ড-বিখণ্ড কিংবা ধ্বংস করতে চায়।  কিন্তু ইউক্রেনকে কেন্দ্র করে দীর্ঘ শত্রুতার জের ধরে মিত্র দেশগুলোর মধ্যে হতাশা আসতে পারে এবং আমেরিকার প্রতি হতাশ দেশগুলো মার্কিন-বিরোধী সামরিক জোট গড়ে তুলতে পারে।”

তিনি বলেন, এ ধরনের ঘটনা মানবজাতির দীর্ঘ যুদ্ধের ইতিহাসে সবসময় ঘটেছে। এরপর আমেরিকা পুরনো ইউরোপকে ত্যাগ করবে এবং ইউক্রেনের ভাগ্যেও তাই জুটবে। এরপর বিশ্বে আবার ভারসাম্য প্রতিষ্ঠা হবে এবং স্থিতিশীলতা ফিরে আসবে। তবে এ ঘটনা ঘটতে অনেক সময় লাগবে।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।