রাশিয়ার সঙ্গে যৌথভাবে ড্রোন নির্মাণের অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান
(last modified Tue, 07 Feb 2023 05:57:23 GMT )
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ১১:৫৭ Asia/Dhaka
  • ওয়াল স্ট্রিট জার্নালের খবর
    ওয়াল স্ট্রিট জার্নালের খবর

রাশিয়ার সঙ্গে যৌথভাবে পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণের যেকোনো প্রকল্পে অংশগ্রহণের খবর প্রত্যাখ্যান করেছে ইরান। পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরকে ‘ডাহা মিথ্যা’ বলেও উল্লেখ করেছে তেহরান।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বার্তা সংস্থা নূর নিউজ সোমবার এক টুইটার বার্তায় পশ্চিমা গণমাধ্যমের এ সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করে। নূর নিউজের টুইটে বলা হয়, “ইরান রাশিয়ায় একক বা যৌথভাবে ড্রোন উৎপাদনের কোনো প্রকল্পে অংশগ্রহণ করছে না। পশ্চিমা গণমাধ্যমে এ সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা ডাহা মিথ্যা।” টুইটে আরো বলা হয়েছে, “পাশ্চাত্য ইউক্রেনে সমরাস্ত্রের যে ঢল নামিয়েছে তাকে গ্রহণযোগ্য করতে পশ্চিমা কৌশলবিদদের উচিত এর চেয়ে বিশ্বাসযোগ্য কোনো অজুহাত দাঁড় করানো।”

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গত রোববার আমেরিকার একটি মিত্র দেশের একাধিক অজ্ঞাত কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দাবি করে, রাশিয়ায় অন্তত ৬,০০০ ইরানি ড্রোন তৈরি করার পরিকল্পনা চূড়ান্ত করেছে তেহরান ও মস্কো। পত্রিকাটি আরো দাবি করে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ  করতে আরো দ্রুত গতিসম্পন্ন ড্রোন তৈরি করতে চায় ইরান ও রাশিয়া।

ইরান এর আগে কঠোরতম ভাষায় পশ্চিমা দেশগুলোর এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে যে, ইউক্রেনে ব্যবহার করার জন্য রাশিয়াকে যুদ্ধ ড্রোন দিয়েছে তেহরান। ইরান বলেছে, রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে সেদেশের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে এবং ইউক্রেনের চলমান সংঘাত কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে নিরসনের পক্ষপাতী তেহরান।#

পার্সটুডে/এমএমআই/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ