অস্ত্রের ‘নির্লজ্জ’ স্বাধীন বিস্তারের নিন্দা করলেন পোপ ফ্রান্সিস
(last modified Mon, 13 Jun 2016 11:40:28 GMT )
জুন ১৩, ২০১৬ ১৭:৪০ Asia/Dhaka
  • পোপ ফ্রান্সিস
    পোপ ফ্রান্সিস

খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বিশ্বব্যাপী অস্ত্রের ‘নির্লজ্জ’ স্বাধীনভাবে অস্ত্রের বিস্তার ঘটানোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। আমেরিকার অরল্যান্ডোর একটি পুরুষ সমকামী নাইট ক্লাবে গোলাগুলিতে ৫০ জন নিহত ও ৫৩ জন আহত হওয়ার একদিন পর পোপ এ নিন্দা জানালেন।

রোমান ক্যাথলিকদের ধর্মগুরু ইতালির রাজধানী রোমে বিশ্ব খাদ্য কর্মসূচির সদরদপ্তরে বক্তৃতা দেয়ার সময় বলেন, বিশ্বব্যাপী অবাধে অস্ত্র ছড়িয়ে পড়ার বিষয়ে তেমন কোনো বাধা নেই; কিন্তু মানবিক ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নানা ধরনের বাধা রয়েছে।

পোপ ফ্রান্সিস আরো বলেন, “মানবিক সহায়তা এবং উন্নয়ন প্রকল্প হাতে নিলে তাতে রাজনৈতিক ও আদর্শিক সিদ্ধান্তের আলোকে নানা কায়দায় বাধা দেয়া হয় কিন্তু অস্ত্রের ক্ষেত্রে সে বাধা নেই।” তিনি বলেন, “কোথা থেকে অস্ত্র আসছে সেটি বড় কথা নয়; গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নির্লজ্জ ও স্বাধীনভাবে অস্ত্রের বিস্তার ঘটানো হচ্ছে।”

পোপ ফ্রান্সিস তার বক্তব্যের একাংশে বলেন, বিশ্বের কোথাও খাদ্যের অসম বণ্টন রয়েছে আবার কোথাও অনেক বেশি খাদ্য ব্যবহার করা হচ্ছে। এতে ‘বিশ্ব ক্ষুধা’ নিরাময় করা কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, খাদ্য ঘাটতির বিষয়টি প্রাকৃতিক কিছু নয়। খাদ্য ব্যবহারের ক্ষেত্রে ‘স্বার্থপরতা ও ভুল বণ্টন’ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩

 

ট্যাগ