ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১৯:৪৪ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানভ
    মিখাইল উলিয়ানভ

আন্তর্জাতিক সংস্থাগুলোতে রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের হুমকির ভাষার সমালোচনা করেছেন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক কর্মকর্তা জোসেফ বোরেল  ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে কথা বলার সময় রূঢ় ভাষা ব্যবহার করেন। বোরেল কড়া ভাষায় ইরানের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করার দাবি জানান। বোরেলের ভাষ্য অনুযায়ী ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়া, ইউরোপীয় ইউনয়নের নাগরিকদের কোনো কারণ ছাড়া গ্রেফতার করার কথা বুঝিয়েছেন।

ভিয়েনা নিযুক্ত রুশ প্রতিনিধি আজ এক টুইট বার্তায় লিখেছেন: ইরানের বিরুদ্ধে হুমকি-ধমকির ভাষায় কোনো কাজ হবে না। তিনি বোরেলের ভাষাকে আল্টিমেটামের মতো মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন। উলিয়ানভ আরও বলেন: সম্প্রতি এ ধরনের ভাষাকে ইউরোপীয় ইউনিয়ন কূটনীতি বলে মনে করছে। তিনি বলেন: ব্রাসেলস এখনও বুঝতে পারছে না ইরানের বিরুদ্ধে এ ধরনের বলদর্পি ও হুমকির ভাষায় কোনো কাজ হবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ওয়াশিংটনের অনুসরণে ইরানের বিরুদ্ধে ইউরোপের ব্যর্থ সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আব্দুল্লাহিয়ান আবারও ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন: ইরান সবসময়ই যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা বলে এসেছে। সেইসঙ্গে কূটনৈতিক পন্থায় ইউক্রেন সংকট নিরসনের ওপরও জোর দিয়ে এসেছে বলে তিনি মন্তব্য করেন। এই পরিস্থিতিতে জোসেফ বোরেল দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর নয়া নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ