মার্চ ২৯, ২০২৩ ১৪:৪২ Asia/Dhaka
  • ‘কৃষ্ণ সাগরে সংঘাতের পর গোয়েন্দা তথ্য পেতে বাধার মুখে পড়ছে আমেরিকা’

রাশিয়ার দুটি যুদ্ধবিমান কৃষ্ণ সাগরের আকাশসীমায় মার্কিন গোয়েন্দা ড্রোন এম কিউ-৯ রিপার ভূপতিত করার পর থেকে আমেরিকা গোয়েন্দা তথ্য পেতে বাধাগ্রস্ত হচ্ছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে এ কথা বলেছেন একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা। 

ড্রোন বিধ্বস্তের ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার সাথে সংঘাত এড়ানোর জন্য কৃষ্ণ সাগরের আকাশে নিরাপদ দূরত্ব বজায় রেখে ড্রোন পরিচালনার নির্দেশ দিয়েছে। এর ফলে মার্কিন ড্রোন আর আগের মতো রাশিয়ার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারছে না।
চলতি মাসের ১৪ তারিখে রাশিয়ার দুটি সুখোই এসইউ-২৭ বিমান আমেরিকার এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্ত করে। এরপর থেকে মার্কিন বিমানবাহিনী রাশিয়া-ইউক্রেন যুদ্ধস্থল থেকে অনেক বেশি দূরে এবং উচ্চতা বজায় থেকে ড্রোন পরিচালনা করছে। এতে গোয়েন্দা তথ্যচিত্রের মান যেমন কমে যাচ্ছে, তেমনি যথেষ্ট পরিমাণ তথ্য সংগ্রহ করাও যাচ্ছে না।
রাশিয়ার বিমানের ধাওয়ায় মার্কিন ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর আমেরিকা কৃষ্ণ সাগরের আকাশে ড্রোন পরিচালনা বহাল রাখবে বলে ঘোষণা করেছিল কিন্তু তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে ড্রোন পরিচালনা করছে।#
পার্সটুডে/এসআইবি/‌এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ