এপ্রিল ১৭, ২০২৩ ১৫:৪৭ Asia/Dhaka
  • পেনি ওং
    পেনি ওং

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য এখন পরাশক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। এই অঞ্চলের দেশ ও জাতিগুলো একক কোনো বড় শক্তির নির্দেশনা মেনে চলতে নারাজ।

দেশটির ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া এক বক্তৃতায় তিনি আজ (সোমবার) এ কথা বলেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা দায়িত্বশীলতার সঙ্গে সামলাতে হবে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কে বেশি শক্তিশালী, কেবল তা বিবেচনায় নিলে চলবে না।

পেনি ওং বলেন, তিনি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফর করে বুঝতে পেরেছেন এই অঞ্চলের মানুষ এমন একটি বদ্ধ অঞ্চলে বাস করতে চান না যেখানে আইন-কানুন সব কিছু একটি বিদেশি বড় শক্তির নির্দেশনায় প্রণীত হবে।

একই সঙ্গে তিনি গোটা বিশ্বে অস্ট্রেলিয়াকে প্রভাবশালী করে তুলতে উপযুক্ত পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি প্রণয়নের আহ্বান জানান।

এর আগে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী পল কিটিং অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক সাবমেরিন চুক্তিকে সবচেয়ে খারাপ চুক্তি হিসেবে অভিহিত করেছেন। এই চুক্তিটি অকাস (এইউকেইউএস) নামে পরিচিত। চীনও এই চুক্তির বিরোধিতা করেছে।#    

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

ট্যাগ