এপ্রিল ২৪, ২০২৩ ১০:৫২ Asia/Dhaka
  • বায়ু দূষণ
    বায়ু দূষণ

বায়ু দূষণের কারণে ইউরোপ জুড়ে প্রতিবছর ১২০০’র বেশি শিশু মারা যাচ্ছে। এসব শিশুর বয়স ১৮ বছরের নিচে। এছাড়া, বায়ু দূষণের কারণে বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হচ্ছে। ইউরোপের পরিবেশ বিষয়ক সংস্থা আজ (সোমবার) তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে ইউরোপে বায়ুদূষণের মাত্রা কমানো সত্ত্বেও তা এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও'র বেধে দেয়া মাত্রার মধ্যে আসেনি। বিশেষ করে মধ্য-পূর্ব ইউরোপের দেশগুলো এবং ইতালিতে এই সংকট বিদ্যমান।
ইউরোপের ৩০টি দেশের ওপর জরিপ চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। ৩০টি দেশের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশই রয়েছে। সংস্থাটি এই প্রথম শুধুমাত্র শিশুদের উপর গুরুত্ব দিয়ে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে রিপোর্ট প্রকাশ করল।
রাশিয়া, ইউক্রেন কিংবা বৃটেনের মতো গুরুত্বপূর্ণ শিল্প-প্রধান দেশগুলোকে ইউরোপীয় পরিবেশ বিষয়ক সংস্থার এই জরিপের আওতায় আনা হয়নি। সংস্থাটি বলছে, এসব দেশকে হিসাবের ভেতরে আনলে বায়ু দূষণে মৃত্যুর ঘটনা আরো বেড়ে যাবে।
গত বছরের নভেম্বর মাসে ইউরোপীয় পরিবেশ বিষয়ক এই সংস্থা জানিয়েছিল যে, বায়ু দূষণের কারণে ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন, আইসল্যান্ড, লিচটেনস্টেইন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং তুরস্কে ২ লাখ ৩৮ হাজার অপ্রাপ্তবয়স্ক মানুষ মারা গেছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ