দোনবাসে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া
(last modified Mon, 24 Apr 2023 13:55:10 GMT )
এপ্রিল ২৪, ২০২৩ ১৯:৫৫ Asia/Dhaka
  • ইস্কান্দার ক্ষেপণাস্ত্র
    ইস্কান্দার ক্ষেপণাস্ত্র

দোনবাসের ইউক্রেন অধিকৃত শহর কনস্টন্টিনোভকাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ জন ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে। এ হামলায় রাশিয়ার সেনারা স্বল্প পাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ এই তথ্য জানান। তিনি বলেন, ৬০ জনের বেশি সদস্য ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে এবং তাদের ১৫টি গাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া, ২০ জন ভাড়াটে যোদ্ধা মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানা গেছে।

জেনারেল কোনাশেনকভ বলেন, কনস্টন্টিনোভকা শহরের একটি লাইব্রেরিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেখানে বিদেশি ভাড়াটে যোদ্ধারা গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামাদি জমা করছিল। গত বছরের মার্চ মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বেশকিছু রুশ সেনার ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড চালায় জর্জিয়ান লিজন যোদ্ধারা।

জেনারেল কোনাশেনকভ বলেন, রাশিয়ার সেনাদের হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন, তাদের ব্যাপারে রাশিয়ার হাতে তথ্য রয়েছে এবং তাদের প্রত্যেককে প্রাপ্য শাস্তি দেয়া হবে।#
পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ