সুদানের সংঘাত বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট গৃহযুদ্ধে রূপ নিতে পারে
(last modified Sun, 30 Apr 2023 07:36:42 GMT )
এপ্রিল ৩০, ২০২৩ ১৩:৩৬ Asia/Dhaka
  • সুদানে সংঘাত
    সুদানে সংঘাত

সুদানের সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের চলমান সংঘাত যদি এখনই বন্ধ করা না হয় তাহলে তা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট গৃহযুদ্ধে রূপ নিতে পারে।

আজ (শনিবার) কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে তিনি বলেন, "আল্লাহ মাফ করুন, যদি সুদান গৃহযুদ্ধের পর্যায়ে পৌঁছায় তাহলে সিরিয়া, ইয়েমেন কিংবা লিবিয়ার গৃহযুদ্ধ হবে তার কাছে নস্যি। সম্ভাব্য গৃহযুদ্ধ হবে সারা বিশ্বের জন্য দুঃস্বপ্ন।”
গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ পর্যন্ত এতে ৫০০’র বেশি মানুষ নিহত হয়েছে। চলমান সংঘর্ষে বহু হাসপাতাল এবং সেবা সংস্থা অকার্যকর হয়ে পড়েছে এবং আবাসিক এলাকাও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এছাড়া, হাজার হাজার মানুষ এরইমধ্যে প্রতিবেশী মিশর, চাদ এবং দক্ষিণ সুদানে পালিয়ে গেছে। সংঘাতের তীব্রতায় বিশ্বের বেশিরভাগ দেশ সুদান থেকে তাদের কূটনীতিক এবং অন্যান্য নাগরিক সরিয়ে নিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ