জাপানে পারমাণবিক বোমা হামলার জন্য ক্ষমা চাইবো না: হোয়াইট হাউজ
https://parstoday.ir/bn/news/world-i123344-জাপানে_পারমাণবিক_বোমা_হামলার_জন্য_ক্ষমা_চাইবো_না_হোয়াইট_হাউজ
আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন: জাপানের হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার জন্য ওয়াশিংটন ক্ষমা চাইবে না। ১৯৪৫ সালের ৬ আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমা শহরে প্রথম পরমাণু বোমা হামলা চালায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৮, ২০২৩ ১৬:৩৫ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট জো বাইডেন
    প্রেসিডেন্ট জো বাইডেন

আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন: জাপানের হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার জন্য ওয়াশিংটন ক্ষমা চাইবে না। ১৯৪৫ সালের ৬ আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমা শহরে প্রথম পরমাণু বোমা হামলা চালায়।

মানবতা বিরোধী ওই হামলায় হিরোশিমা শহরটি ধ্বংস হয়ে যায় এবং ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। তার ৩ দিন পর জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় পরমাণু বোমা নিক্ষেপ করে আমেরিকা। দ্বিতীয় বোমা হামলায় আরও ৭০ হাজার মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে মাটির সঙ্গে মিশে যায়।

হিরোশিমা শহরের পরমাণু বোমায় ১৫ হাজার এনটিএন ছিল। ওই বোমা বিস্ফোরণের সময় ভূপৃষ্ঠের তাপমাত্রা ছিল ৪ হাজার ডিগ্রি। ওই ২ শহরে বোমা হামলার ঘটনায় বেঁচে যাওয়া জাপানিদের বেশিরভাগই থাইরয়েড, ফুসফুস ক্যান্সারসহ আরও বিভিন্ন রকমের ক্যান্সারে আক্রান্ত হয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল (বুধবার) বলেছেন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৯ থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠেয় জি-সেভেনের বৈঠকে অংশ নিতে জাপান সফরে যাবেন। তবে তিনি হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা হামলার জন্য টোকিওর কাছে ক্ষমা চাইবেন না।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন: হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে মার্কিন যুক্তরাষ্ট্রের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার বিষয়ে বাইডেন কোনো বিবৃতিও দেবেন না।

জাপান এ বছর জি-সেভেন সম্মেলনের সভাপতিত্ব করছে।#

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।