রাষ্ট্রপ্রধানকে সুরক্ষায় কী করতে হবে রুশ সেনাদের তা জানা আছে: ক্রেমলিন
https://parstoday.ir/bn/news/world-i123612-রাষ্ট্রপ্রধানকে_সুরক্ষায়_কী_করতে_হবে_রুশ_সেনাদের_তা_জানা_আছে_ক্রেমলিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির  পুতিনকে হত্যার ব্যাপারে ইউক্রেন যে হুমকি দিয়েছে তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ বক্তব্যের মাধ্যমে ইউক্রেনের নেতারা আবার তাদের সন্ত্রাসী চরিত্র জনগণের সামনে তুলে ধরেছেন। পেসকভ আশ্বস্ত করে বলেন, রাশিয়ার নেতা খুবই সুরক্ষিত অবস্থায় আছেন এবং তাকে কিভাবে রক্ষা করতে হবে রাশিয়ার সামরিক বাহিনীর তা ভালো করে জানা আছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৬, ২০২৩ ১৩:৫০ Asia/Dhaka
  • রাষ্ট্রপ্রধানকে সুরক্ষায় কী করতে হবে রুশ সেনাদের তা জানা আছে: ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির  পুতিনকে হত্যার ব্যাপারে ইউক্রেন যে হুমকি দিয়েছে তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ বক্তব্যের মাধ্যমে ইউক্রেনের নেতারা আবার তাদের সন্ত্রাসী চরিত্র জনগণের সামনে তুলে ধরেছেন। পেসকভ আশ্বস্ত করে বলেন, রাশিয়ার নেতা খুবই সুরক্ষিত অবস্থায় আছেন এবং তাকে কিভাবে রক্ষা করতে হবে রাশিয়ার সামরিক বাহিনীর তা ভালো করে জানা আছে। 

প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যাপারে ইউক্রেনের হুমকি সম্পর্কে পেসকভ আরো বলেন, সন্ত্রাসী সরকার মূলত সন্ত্রাসী আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এর আগে ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি জার্মানির একটি গণমাধ্যমকে বলেছিলেন, তার দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করতে চায়। তিনি সুস্পষ্ট করে বলেছেন, তাদের হত্যা তালিকায় পুতিনের নাম রয়েছে।

ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধানের এই বক্তব্যের পর দিমিত্রি পেসকভ আরো বলেন, এই বক্তব্যের মধ্যদিয়ে আবারো প্রমাণিত হয়- ২০২২ ইউক্রেনে সালে রাশিয়া যে সামরিক অভিযান চালিয়েছে তা সঠিক ও যৌতিক ছিল।#

পার্সটুডে/এসএ/জিএআর/২৬