জুন ০১, ২০২৩ ১৬:২০ Asia/Dhaka
  • সিউল নিজস্ব মুদ্রায় ইরানের পাওনা পরিশোধ করতে পারে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতা অভিমত দিয়েছেন যে, সিউলের কাছে তেহরানের যে কোটি কোটি ডলার পাওনা রয়েছে তার একটি উল্লেখযোগ্য অংশ দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব মুদ্রায় পরিশোধ করতে পারে।

সাম্প্রতিক এক খবরে বলা হয়েছে, আমেরিকার সঙ্গে সমঝোতার ভিত্তিতে পূর্ব এশিয়ার এই দেশ সম্ভবত শিগগিরই ইরানের পাওনা পরিশোধ শুরু করতে পারে। ইরানের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতা হোসেইন তানহায়ী বর্তমানে ইরান-দক্ষিণ কোরিয়া জয়েন্ট চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ইরানের পাওনা পরিশোধের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর ভিত্তিতে তিনি গতকাল বলেন, দক্ষিণ কোরিয়া থেকে জরুরি পণ্য বিশেষ করে চিকিৎসা পণ্য কেনার জন্য ইরান তার জব্দ করা অর্থের একটা অংশ দক্ষিণ কোরিয়ায় ব্যয় করতে পারে।
কয়েক বছর ধরে ইরান দক্ষিণ কোরিয়ার কাছে জ্বালানি তেল রপ্তানি বাবদ ৭০০ কোটি ডলার পাবে। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়া এই অর্থ পরিশোধ করতে পারছে না। তবে সম্প্রতি কোরিয়া ইকোনমিক ডেইলি নামে একটি পত্রিকা খবর দিয়েছে যে, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা ইরানের আটক অর্থ ছাড় করার ব্যাপারে আলোচনা করেছে। ওই রিপোর্টে বলা হচ্ছে- আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া দুই দেশই তেহরানের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে চায়।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ