এই অস্ত্র ব্যবহারের পরিকল্পনা দেখছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i124530-এই_অস্ত্র_ব্যবহারের_পরিকল্পনা_দেখছেন_না_মার্কিন_পররাষ্ট্রমন্ত্রী
বেলারুশ সীমান্তে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়নের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন, বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র পাঠালেও রাশিয়া তা কারোর বিরুদ্ধে ব্যবহার করবে- এমন কোনো পরিকল্পনা তিনি দেখতে পাচ্ছেন না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৭, ২০২৩ ১৫:২০ Asia/Dhaka
  • অ্যান্টনি ব্লিংকেন
    অ্যান্টনি ব্লিংকেন

বেলারুশ সীমান্তে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়নের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন, বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র পাঠালেও রাশিয়া তা কারোর বিরুদ্ধে ব্যবহার করবে- এমন কোনো পরিকল্পনা তিনি দেখতে পাচ্ছেন না।

প্রতিবেশী বেলারুশ সীমান্তে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করার খবর প্রকাশের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তিনি গতকাল (শুক্রবার) সাংবাদিকদের বলেন, রাশিয়ার মতো আমেরিকারও পরমাণু অস্ত্র সংক্রান্ত একই ধরনের পদক্ষেপ এই মুহূর্তে নেয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, "আমরা এমন কোনো লক্ষণ দেখিনি যাতে বলা যায় রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে।"

পরমাণু অস্ত্র মোতায়েনের অনুমতি দেয়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর চরম সমালোচনা করে বলেন, তিনি তার দেশে পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ করে দিয়ে দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক পথ বেছে নিয়েছেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের ২৬তম বৈঠকে জানান, পরমাণু ওয়ারহেডের প্রথম চালান এরইমধ্যে বেলারুশে পৌঁছেছে। 

অতীতে বেশ কয়েকবার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেনকো বলেছেন, ন্যাটো জোটের হাত থেকে নিরাপদ থাকার জন্য তিনি রাশিয়াকে পরমাণু অস্ত্র মোতায়নের অনুরোধ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।