জুন ২৮, ২০২৩ ১০:১৯ Asia/Dhaka
  • পশ্চিমা সমর্থন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয় অসম্ভব

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ভিক্টর অরবান বলেছেন, পশ্চিমা সামরিক সহায়তা নিয়ে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করতে ইউক্রেন সক্ষম হবে -এই ধারণা সম্পূর্ণভাবে ভুল। 

তিনি বলেন, "আমি বাস্তবতার উপর দাঁড়িয়ে আছি। বাস্তব ঘটনা হচ্ছে, ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতার যে ধরন তা ব্যর্থ হয়েছে।" গতকাল (মঙ্গলবার) জার্মান ট্যাবলয়েড বিল্ড-কে দেয়া সাক্ষাৎকারে ভিক্টর অরবান এসব কথা বলেন। 
হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, "আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে অস্ত্র, অর্থ এবং গোয়েন্দা সহযোগিতা ইউক্রেনকে বিজয়ী হতে সাহায্য করবে -বাস্তব পরিস্থিতি সম্পর্কে এই ধারণা ভুল, এই বিজয় অসম্ভব।"

ভিক্টর অরবান আরো বলেন, "সমস্যাটা হচ্ছে রাশিয়ার চেয়ে ইউক্রেনের সেনারা দ্রুতই ফুরিয়ে যাবে এবং এটিই হবে চূড়ান্ত পরিণামে জয় পরাজয় নির্ধারণের আসল বিষয়।" হাঙ্গেরির প্রধানমন্ত্রী ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান। তা না হলে ইউক্রেন এই যুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ এবং প্রাণ হারাবে ভুলের মন্তব্য করেন তিনি। পাশাপাশি কল্পনার বাইরে ধ্বংসযজ্ঞের শিকার হবে। এ কারণে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠাই হচ্ছে এই মুহূর্তের একমাত্র সমাধান।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেন, এই যুদ্ধে আমেরিকা কী চায় সেটি একটি বড় বিষয়। তারা যতক্ষণ পর্যন্ত শান্তি না চাইবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। ভিক্টর অরবান আরো বলেন, "ইউক্রেনের অস্ত্র নেই, অর্থ নেই। এমনকি এই দেশটি এখন সার্বভৌম দেশও নয়। তারা শুধুমাত্র পশ্চিমাদের সমর্থন নিয়ে যুদ্ধ করতে পারে।"#


পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ