ইথিওপিয়ায় আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে অস্বীকার করল সুদানি সামরিক বাহিনী
(last modified Tue, 11 Jul 2023 09:03:45 GMT )
জুলাই ১১, ২০২৩ ১৫:০৩ Asia/Dhaka
  • সুদানের রাজধানী খার্তুমে বিরোধী সশস্ত্র গোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর বোমা বর্ষণ।
    সুদানের রাজধানী খার্তুমে বিরোধী সশস্ত্র গোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর বোমা বর্ষণ।

ইথিওপিয়ায় অনুষ্ঠেয় একটি শান্তি সম্মেলনে যোগ দিতে অস্বীকার করেছে সুদানের সামরিক বাহিনী। সুদানে চলমান সামরিক সংঘাত অবসানের লক্ষ্যে এই শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে।  সুদানে প্রায় তিন মাস ধরে নিয়মিত সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে।

ইন্টারগভারমেন্টাল অথরিটি অন ডেভেলপমেন্ট নামে একটি পূর্ব আফ্রিকান জোট সুদানের বিবদমান দুই পক্ষকে এই শান্তি সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু সুদানের নিয়মিত সামরিক বাহিনী শান্তি সম্মেলনে বংশ নিতে অস্বীকার করে। আরএসএফের প্রতি কেনিয়ার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তা বয়কট করার সিদ্ধান্ত নেয়। কেনিয়া হচ্ছে এই জোটের বর্তমান চেয়ারম্যান।

সুদানের সামরিক বাহিনীর প্রধান আব্দুল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক সহকারি মোহাম্মদ হামদান দাগালোর ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে মধ্য এপ্রিল থেকে সুদানে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। হামদান দাগালো আধা সামরিক বাহিনী আরএসএফএ'র নেতৃত্বে রয়েছেন।

আদ্দিস আবাবার সম্মেলনে বুরহান কিংবা দাগালো ব্যক্তিগতভাবে কেউই উপস্থিত হননি তবে তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন। আঞ্চলিক দেশ হিসেবে এই সম্মেলনে দক্ষিণ সুদান, জিবুতী, কেনিয়া এবং ইথিওপিয়া অংশ নেয়।#

 

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ