জুলাই ১২, ২০২৩ ১১:৩০ Asia/Dhaka
  • চীনের জাতীয় পতাকা
    চীনের জাতীয় পতাকা

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে চীন। বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, চীনের আইনসম্মত অধিকার হুমকিগ্রস্ত করা হলে কঠোর জবাব দেয়া হবে।

ইউরোপীয় ইউনিয়নে চীনের স্থায়ী মিশন মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। লিথুয়ানির রাজধানী ভিলনিয়াসে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন থেকে চীনবিরোধী বক্তব্য প্রকাশিত হওয়ার পর বেইজিং এ বিবৃতি প্রকাশ করল।

মঙ্গলবারই ভিলনিয়াস শীর্ষ সম্মেলন থেকে কড়া ভাষায় একটি ইশতেহার প্রকাশ করে বলা হয়, গণ প্রজাতন্ত্রী চীন ‘উচ্চাকাঙ্ক্ষী ও জবরদস্তিমূলক নীতি’ অনুসরণ করে ন্যাটো জোটের  স্বার্থ, নিরাপত্তা ও মূল্যবোধের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

ন্যাটো শীর্ষ নেতাদের ইশতেহারে বলা হয়, “চীনের বিদ্বেষপরায়ণ হাইব্রিড ও সাইবার অপারেশন এবং এর সংঘাতপূর্ণ বাগাড়ম্বর ও বিভ্রান্তিকর বক্তব্য ন্যাটো জোটের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তুলেছে।”

এই বক্তব্য প্রত্যাখ্যান করে চীনা মিশন বলেছে, ন্যাটোর প্রজ্ঞাপনে প্রকৃত বাস্তবতা উপেক্ষা করা হয়েছে, চীনের অবস্থান ও নীতিকে বিকৃত করে তুলে ধরা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে চীনের বদনাম করা হয়েছে। চীনা মিশনের বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং দৃঢ়ভাবে তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নমূলক স্বার্থ রক্ষা করবে।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ