গোটা বিশ্বই হামাসের কাছে ঋণী কেন?
(last modified Sun, 02 Jun 2024 14:52:06 GMT )
জুন ০২, ২০২৪ ২০:৫২ Asia/Dhaka
  • গোটা বিশ্বই হামাসের কাছে ঋণী কেন?

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় ২৪০ দিন অতিবাহিত হয়েছে। এই সময়ে ৩৬ হাজার ফিলিস্তিনি শহীদ এবং ৮২ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে নৃশংসতম হত্যাযজ্ঞের পরও ইহুদিবাদী ইসরাইলের কোনো উদ্দেশ্যই পূরণ হয়নি বরং প্রতিরোধ ফ্রন্টের শক্তি ও দৃঢ়তার বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিন ভূখণ্ডের বাইরেও প্রতিরোধ ফ্রন্ট নিজের শক্তির প্রমাণ দিচ্ছে এবং বিশ্ববাসীর কাছে নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর মডেল উপস্থাপন করছে।

এ ক্ষেত্রে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সাহসিকতা মজলুমদেরকে ভবিষ্যতের বিষয়ে আশাবাদী করে তুলেছে এবং তারা বুঝতে পেরেছে প্রতিরোধের মাধ্যমে অনেক বড় শক্তির সঙ্গেও লড়াই চালিয়ে যাওয়া সম্ভব।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী সম্প্রতি মার্কিন ছাত্র সমাজের উদ্দেশে এক চিঠিতে বলেছেন, বিশ্বব্যাপী অনেক বিবেক জাগ্রত হয়েছে এবং সত্য প্রকাশিত হচ্ছে। প্রতিরোধ ফ্রন্ট শক্তিশালী হয়েছে এবং আরও শক্তিশালী হবে। ইতিহাস পাতা পাল্টাচ্ছে।'

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহও সাম্প্রতিক এক বিবৃতিতে বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট অতীতের তুলনায় অনেক ব্যাপক এবং শক্তিশালী হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হবে বলে তিনি জানান।

প্রতিরোধ ফ্রন্টের শক্তি ও প্রভাব ক্রমেই বাড়ছে

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রস্তাবগুলোতে একের পর এক ভেটো দিয়ে আগ্রাসনে সহযোগিতা করছে আমেরিকা। তবে আমেরিকা এবং তার মিত্র ইউরোপীয় দেশগুলোতে ফিলিস্তিনিদের পক্ষে মানুষ সোচ্চার হয়েছে।

বিশ্বজুড়ে মানবিক চাপের কারণে বিভিন্ন দেশ ফিলিস্তিন রাষ্ট্রের বৈধতাকে স্বীকৃতি দিতে শুরু করেছে। ইসরাইলের সব বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটি। জেরুজালেমের মানবাধিকার নীতির সঙ্গে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়ামের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে মে মাস থেকে গেন্ট ইউনিভার্সিটিতে জোরালো বিক্ষোভ চলছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু অংশ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ করে আসছেন। সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। ইউরোপে বিশ্ববিদ্যালয়টি ইউগেন্ট নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়টির একটি তদন্ত কমিটি ইসরাইলি শিক্ষাপ্রতিষ্ঠান ও ইসরায়েলি সরকার, সামরিক বা নিরাপত্তা পরিষেবার মধ্যে সংযোগ খুঁজে পেয়েছে। এ ব্যাপারে এক বিবৃতিতে উদ্বেগও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এক রায়ের উল্লেখ করে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোয় গাজার মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশ্ববিদ্যালয়টি এটি আমলে নিয়েছে। ইউগেন্ট দুই সপ্তাহ আগে তিনটি ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। ইসরাইলি ১৮টি একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির অংশীদারত্ব ছিল।

আমেরিকা বছরের পর বছর ধরে গোটা বিশ্বে দখলদার ইসরাইলের পক্ষে জনমত তৈরিতে কাজ করেছে। একইসঙ্গে তারা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি ক্ষোভ ছড়াতে কাজ করেছে। ইরানের বিরুদ্ধেও ব্যাপক প্রচার চালিয়েছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংস্থা হামাস নামক ফিলিস্তিনি ও আধিপত্য বিরোধী আন্দোলন গত কয়েক দশকে মধ্যপ্রাচ্য অঞ্চলসহ গোটা বিশ্বে প্রভাবশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ইরানের ইসলামী বিপ্লব থেকে অনুপ্রেরণা নিয়ে সংগঠনটি ব্যাপক শক্তি অর্জন করেছে এবং বিশ্বকে অবাক করে দিয়েছে। ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং ইয়েমেনের মতো দেশে সাম্রাজ্যবাদী ব্যবস্থার মোকাবেলায় প্রতিরোধ ফ্রন্ট সফল হয়েছে। প্রতিরোধ সংগ্রামের সফলতা গোটা বিশ্বের নিপীড়িত মানুষের মনে আশার সঞ্চার করেছে। জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা প্রত্যেক মানুষের  ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। পবিত্র ইসলাম ধর্মও মানুষকে জুলুম ও অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছে। আর এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে হামাসের সংগ্রামীরা।। আজ তারা দখলবাজি,হত্যা-নির্যাতন ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের এক উজ্জ্বল উপমা।

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে সচেতনতা এবং ঐক্য সৃষ্টিতে হামাসের প্রতিরোধ সংগ্রামের সাফল্য ব্যাপক ভূমিকা রেখেছে। হামাসের সাহসিকতা আধিপত্যকামীদের বুকে কাঁপন সৃষ্টি করেছে এবং তাদের সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। এর ফলে নয়া বিশ্ব ব্যবস্থাও তরান্বিত হবে।#  

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ