সাইয়্যেদ সাফিউদ্দিনের শাহাদাতের খবর নিশ্চিত করল লেবাননের হিজবুল্লাহ
(last modified Thu, 24 Oct 2024 03:45:54 GMT )
অক্টোবর ২৪, ২০২৪ ০৯:৪৫ Asia/Dhaka
  • সাইয়্যেদ সাফিউদ্দিনের শাহাদাতের খবর নিশ্চিত করল লেবাননের হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটির নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের শাহাদাতের খবর নিশ্চিত করেছে। বুধবার শেষ বেলায় হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, সাফিউদ্দিন ইহুদিবাদী বাহিনীর ‘নৃশংস ও আগ্রাসী বিমান হামলায়’ শাহাদাতবরণ করেছেন।

লেবাননের রাজধানী বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর এক ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার পর সাইয়্যেদ সাফিউদ্দিনকে তাঁর স্থলাভিষিক্ত ঘোষণা করা হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, সাইয়্যেদ হিশাম এখন তার ভাই, আমাদের সকলের সম্মানিত ও ভালোবাসায় সিক্ত শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে যুক্ত হয়েছেন। এতে বলা হয়, সাফিউদ্দিন ছিলেন নাসরুল্লাহর ভাই, তার ডান হাত, তার ঝাণ্ডা বহনকারী, কঠিন সময়ের সঙ্গী ও সহচর।  

আবেগঘন বিবৃতিতে আরো বলা হয়, সাফিউদ্দিন তার প্রভুর কাছে আরোহণ করেছেন, সন্তুষ্টচিত্তে, অবিচলতা ও ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখিয়ে।

হিজবুল্লাহর বিবৃতিতে সাফিউদ্দিনের শাহাদাতের সময় ও স্থান জানানো হয়নি তবে এর একদিন আগে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা তিন সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণ শহরতলীতে এক বিমান হামলায় হিজবুল্লাহর এই শীর্ষ নেতাকে হত্যা করেছে।

হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ সাফিউদ্দিনের শাহাদাতে একটি শোকবার্তা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সাইয়্যেদ সাফিউদ্দিন ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন জানানোর কারণে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। তিনি বহু বছর ধরে ইসরাইলবিরোধী প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ