তেহরান-মস্কো সম্পর্ক ‘কৌশলগত ও অত্যন্ত উপকারী’: ইরানের প্রেসিডেন্ট
(last modified Thu, 24 Oct 2024 03:59:55 GMT )
অক্টোবর ২৪, ২০২৪ ০৯:৫৯ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) কাজান শহরে ব্রিকস সম্মেলনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দেখা করেন।
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) কাজান শহরে ব্রিকস সম্মেলনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দেখা করেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে তেহরান-মস্কো সম্পর্ককে ‘কৌশলগত ও অত্যন্ত উপকারী’ বলে বর্ণনা করেছেন। রাশিয়ার কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে বুধবার দ্বিপক্ষীয় ওই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আমি বিশ্বাস করি ইরান ও রাশিয়ার সম্পর্ক কৌশলগত এবং তা দু’দেশের জন্যই অত্যন্ত উপকারী।” ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও শিল্প সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

খুব শিগগিরই তিনি মস্কোয় যে আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন তাতে দু’দেশের মধ্যে বহুল প্রত্যাশিত ব্যাপকভিত্তিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে বলেও প্রেসিডেন্ট পেজেশকিয়ান আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে কার্যকর সহযোগিতার মাধ্যমে বিশ্বের ওপর আমেরিকার একাধিপত্য মোকাবিলা এবং ইরান ও রাশিয়ার ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞার প্রভাব খর্ব করা সম্ভব হবে।

সাক্ষাতে রাশিয়ার প্রেসিডেন্ট ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দ্বিপক্ষীয় এই সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাশিয়া ও ইরানের মধ্যে অচিরেই বহুল প্রত্যাশিত ব্যাপকভিত্তিক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হবে বলে প্রেসিডেন্ট পুতিন আশা প্রকাশ করেন। #

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ