জুলাই ১৮, ২০২৩ ২১:০২ Asia/Dhaka
  • দিমিত্রি পোলিয়ানোস্কি
    দিমিত্রি পোলিয়ানোস্কি

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানোস্কি বলেছেন, ক্রিমিয়া ব্রিজের ওপর ইউক্রেন যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাতে সম্ভবত ব্রিটেনের গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

গতকাল সোমবারের হামলায় দুই বেসামরিক নাগরিক এবং একটি শিশু নিহত হয়।
রাশিয়ার সন্ত্রাসবাদ বিরোধী জাতীয় কমিটি এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। এরপর পোলিয়ানস্কি ব্রিটেনকে জড়িত থাকার জন্য অভিযুক্ত করলেন। ওই হামলায় ইউক্রেনের দুটি সি সারফেইস ড্রোন জড়িত ছিল বলে রাশিয়া দাবি করছে।
ক্রিমিয়া ব্রিজের ওপর ড্রোন হামলায় ব্রিজের মেইন পিলারের কোনো ক্ষতি হয়নি তবে উপরিভাগের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় রাশিয়ার বলগোরোদ অঞ্চলের এক দম্পতি নিহত এবং তাদের ১৪ বছরের মেয়ে আহত হয়েছে। 
গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে বক্তৃতা রাখতে গিয়ে পোলিয়ানস্কি ইউক্রেনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ক্রিমিয়া ব্রিজে হামলার সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা এখনো বোঝার চেষ্টা করছি যে, পশ্চিমা কোন দেশটি বিশেষ করে ব্রিটেন এই হামলার সাথে জড়িত রয়েছে কিনা। এই দেশটির বিষয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে বলে মন্তব্য করেন রুশ উপ রাষ্ট্রদূত।#
পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ