এপ্রিল ২৭, ২০২৪ ১৪:৩১ Asia/Dhaka
  • চাদ নামক দেশে মার্কিন সেনা
    চাদ নামক দেশে মার্কিন সেনা

আফ্রিকার দেশ চাদ থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। প্রতিবেশী নাইজার থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার কয়েকদিন পর মার্কিন সরকার চাদ থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানালো। 

সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অজুহাতে চাদে প্রায় ১০০ সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা। সেখান থেকে ৭৫ জন সেনা চলতি সপ্তাহের শেষ দিকে প্রত্যাহার করা হবে বলে পেন্টাগন জানিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সেনা প্রতাহারের কাজ শেষ হবে। 

পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন সেনাদেরকে চাঁদ থেকে সরিয়ে আফ্রিকার অন্য কোনো দেশে মোতায়েন করার চিন্তা করা হচ্ছে। তিনি বলেন, আমেরিকার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে মূল্যায়নের কাজ চলছে এবং তার অংশ হিসেবে সাময়িকভাবে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। 

আগামী ৬ই মে চাদে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এরপর দেশটি থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু হবে বলে প্যাট রাইডার জানান।

আফ্রিকার সাহেল অঞ্চলের দেশগুলোতে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে আমেরিকাসহ পশ্চিমা কিছু দেশের সেনা মোতায়েন রয়েছে। এসব সেনা মোতায়েনের প্রয়োজন এবং কার্যকারিতা নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে। ওই অঞ্চলের দেশগুলো প্রকৃতপক্ষে মার্কিন আধিপত্যবাদ থেকে মুক্ত হতে চাইছে।

সম্প্রতি নাইজার সরকার আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে এবং দেশটি থেকে মার্কিন সেনা বহিষ্কারের ঘোষণা দিয়েছে। পরে চাপে পড়ে আমেরিকা আনুষ্ঠানিকভাবে নাইজার থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ