পবিত্র কুরআনকে মানবতার জন্য হুমকি হিসেবে তুলে ধরছে বিশ্ব সাম্রাজাবাদ
(last modified Sat, 01 Feb 2025 05:19:21 GMT )
ফেব্রুয়ারি ০১, ২০২৫ ১১:১৯ Asia/Dhaka
  • পেজেশকিয়ান
    পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদ ইসলামবিদ্বেষ ছড়াচ্ছে এবং ইসলাম ও পবিত্র কুরআনকে বিশ্ব মানবতার জন্য একটি হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।  

ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ নগরীতে গতকাল (শুক্রবার) ৪১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পেজেশকিয়ান বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদ প্রধানত মুসলিম বিশ্বের সকল সম্পদ লুট করতে চায়; কিন্তু পবিত্র কুরআনের সেবক ও কারীগণের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের সমস্ত কুচক্রী পরিকল্পনা ব্যর্থ হবে।

পবিত্র কুরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়াকে মুসলিম বিশ্বের চলমান সংকটগুলোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রাথমিকভাবে সকল মতপার্থক্য দূর করে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হলে মুসলিম বিশ্বের বেশিরভাগ সমস্যা সমাধান হয়ে যাবে।

ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, পশ্চিম এশিয়া অঞ্চল ও বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো নিপীড়ন ও অসাম্যের বিরুদ্ধে প্রতিরোধ ও অবিচলতা এবং নিপীড়িতদের প্রতি সমর্থন, যা কুরআনের শিক্ষা থেকে উৎসারিত।  

পেজেশকিয়ান আরো বলেন, পবিত্র কুরআন জাতি, বর্ণ, শ্রেণি ও ধর্মের ঊর্ধ্বে উঠে মানব প্রকৃতিকে সম্বোধন করে কথা বলে। তিনি উল্লেখ করেন, পবিত্র কুরআনের উচ্চ শিক্ষা গ্রহণ করলে বর্তমান অশান্ত বিশ্বে মানুষ ন্যায়বিচার, দয়া এবং কোনো সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে।#

 পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।