এপ্রিল ২৮, ২০২৪ ১৮:১২ Asia/Dhaka
  • আগ্রাসীদের বিরুদ্ধে ইয়েমেনিদের নানা গৌরবময় পদক্ষেপ; নেটিজেনদের প্রশংসা
    আগ্রাসীদের বিরুদ্ধে ইয়েমেনিদের নানা গৌরবময় পদক্ষেপ; নেটিজেনদের প্রশংসা

অনলাইন অ্যাকটিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে নিজেদের পেজে আগ্রাসী শক্তির বিরুদ্ধে ইয়েমেনি জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রশংসা অব্যাহত রেখেছেন। এখানে আমরা ছয়টি নির্বাচিত টুইট তুলে ধরছি।

১- ইয়েমেন: হানাদারদের কবরস্থান

'নাসের বেইক' নামের অনলাইন অ্যাকটিভিস্ট ইসরাইলপন্থী আগ্রাসী শক্তিকে মোকাবেলার ক্ষেত্রে ইয়েমেনি জনগণের উজ্জ্বল অতীতের প্রতি ইঙ্গিত করে লিখেছেন, 'আমি এর আগে শুনেছি ইয়েমেন আগ্রাসীদের কবরস্থান। কিন্তু এটা জানা ছিল না যে, এ ক্ষেত্রে নতুন কিছু যুক্ত হয়েছে। জাহাজের কবরস্থান শব্দাবলী এখানে যুক্ত হয়েছে।'

ইয়েমেনি জনগণের গর্বিত ইতিহাস নিয়ে নাসের বেইকের টুইট

২- ইয়েমেনিদের সামাজিক ও নৈতিক নেতৃত্ব

মেক্সিকোর কৌশলবিদ এডগার নাভারো এক টুইটে ইয়েমেনিদের সামাজিক ও নৈতিক নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, 'বিশ্বে যারা ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামকে সমর্থন দিচ্ছে তাদের মধ্যে সর্বোচ্চ সামাজিক ও নৈতিক নেতৃত্বের প্রমাণ তুলে ধরছে ইয়েমেনিরা। তারা ঐতিহাসিকভাবে গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞের হোতা সাম্রাজ্যবাদী শক্তির নির্মম শিকার। দুঃখ-কষ্টের এই অভিজ্ঞতা তাদেরকে ফিলিস্তিনের প্রতি সহমর্মী করে তোলে। মগজ ধোলাই থেকে সাবধান হতে হবে।'

ইয়েমেনিদের সামাজিক ও নৈতিক নেতৃত্বের প্রশংসা করে এডগার্ড নাভারোর টুইট

৩- ইয়েমেনিদের দৃঢ়তা বিশ্ববাসীর জন্য শিক্ষা

'আইডিয়াল রেসিসটেন্স' নামের এক্স পেজ থেকে ইয়েমেনিদের দৃঢ়তার প্রশংসা করে লেখা হয়েছে, 'ইয়েমেন সারা বিশ্বের সামনে দৃঢ়তা ও স্থিতিশীলতার শিক্ষা তুলে ধরেছে।'

ইয়েমেনিদের দৃঢ়তার প্রশংসা করে লেখা টুইট

৪- বিশ্বের বিভিন্ন দেশের উচিৎ মার্কিন অস্ত্র কেনার সিদ্ধান্ত পরিবর্তন করা

অনলাইন অ্যাকটিভিস্ট জাকারিয়া আল শারাবি ইয়েমেনিদের হাতে মার্কিন অস্ত্র ও সরঞ্জাম ধ্বংসের দিকে ইঙ্গিত করে লিখেছেন, যেসব দেশ মার্কিন কোম্পানি 'জেনারেল অ্যাটোমিক্স' এর কাছ থেকে এমকিউ-৯ বিমান কিনতে চায় তাদের উচিৎ বিষয়টি পুনর্বিবেচনা করা। ইয়েমেন এসব বিমান সম্পর্কিত মিথ ভেঙে দিয়েছে এবং সেরা সরঞ্জামের তালিকা থেকে সরিয়ে দিতে পেরেছে। 

মার্কিন অস্ত্র কেনার বিষয়টি পুনর্বিবেচনার ওপর গুরুত্বারোপ করে জাকারিয়া আল শারাবির টুইট

৫- ইতিহাসের বৃহত্তম সামরিক সাম্রাজ্যের সাথে ইয়েমেনের যুদ্ধ

হাইফা ফুয়াদ নামের একজন রাজনৈতিক কর্মী এবং সাংবাদিক হাইফা ফুয়াদ ইয়েমেনের যুদ্ধকে ইতিহাসের বৃহত্তম সামরিক সাম্রাজ্যের সাথে যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, 'ইয়েমেন ইতিহাসের বৃহত্তম সামরিক সাম্রাজ্যের সাথে লড়াই করছে; এরপরও ইয়েমেনের সশস্ত্র বাহিনী সানায় গুলি চালিয়ে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করছে এবং ব্রিটিশ জাহাজ ধ্বংস করছে।'

ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সাম্রাজ্যের সাথে ইয়েমেনের যুদ্ধ নিয়ে হাইফা ফুয়াদের টুইট

 

একই প্রসঙ্গে ইরানি সাংবাদিক হায়দার আল-কারার আগ্রাসীদের বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিজয়ের কথা উল্লেখ করে লিখেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী সা'দা অঞ্চলের আকাশে মার্কিন অভিযান ব্যর্থ করে দিয়েছে এবং একটি মার্কিন এমকিউ-৯ মডেলের ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্ব রক্ষায় অতুলনীয় দৃঢ়তা প্রদর্শন করে যাচ্ছেন ইয়েমেনিরা।

ইরানি সাংবাদিক হায়দার আল-কারারের টুইট

 

পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ