ইরানি উপগ্রহ "নাহিদ ২" সোয়ুজ উৎক্ষেপণ যানের মাধ্যমে মহাকাশে প্রেরণ 
https://parstoday.ir/bn/news/event-i150662-ইরানি_উপগ্রহ_নাহিদ_২_সোয়ুজ_উৎক্ষেপণ_যানের_মাধ্যমে_মহাকাশে_প্রেরণ
পার্সটুডে: নিজেদের তৈরি উপগ্রহ "নাহিদ ২" সোয়ুজ উৎক্ষেপণ যানের মাধ্যমে মহাকাশে প্রেরণ করলো ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০২৫ ১৫:৪৬ Asia/Dhaka
  • ইরানি উপগ্রহ \\\
    ইরানি উপগ্রহ \\\"নাহিদ ২\\\" মহাকাশে প্রেরণ 

পার্সটুডে: নিজেদের তৈরি উপগ্রহ "নাহিদ ২" সোয়ুজ উৎক্ষেপণ যানের মাধ্যমে মহাকাশে প্রেরণ করলো ইরান।

ইরানি বিশেষজ্ঞদের মাধ্যমে ডিজাইনকৃত ও নির্মিত উপগ্রহ নাহিদ-২ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। নিজেদের তৈরি উপগ্রহ "নাহিদ ২" সোয়ুজ উৎক্ষেপণ যানের মাধ্যমে মহাকাশে প্রেরণের ঘটনা মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এবং কক্ষপথে উপগ্রহ স্থাপনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

একটি কৌশলগত প্রকল্প হিসেবে নাহিদ ২, স্যাটেলাইট সাবসিস্টেম পরীক্ষা দেশের টেলিযোগাযোগ প্রযুক্তি বিকাশের ক্ষেত্রেও একটি প্ল্যাটফর্ম প্রদান করবে।#
 

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।