জুলাই ২০, ২০২৩ ১৮:১৪ Asia/Dhaka
  • স্টকহোমে ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করলো সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্টকহোমে ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। মুক্তাদা সাদরের অনুসারীরা কুরআন অবমাননার প্রতিবাদে বাগদাদের সুইডিশ দূতাবাসে আগুন লাগানোর প্রতিক্রিয়ায় স্টকহোম ওই সিদ্ধান্ত নিলো।

ফরাসি বার্তা সংস্থা আরও জানায় বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন লাগানোর কয়েক ঘণ্টা পরেই স্টকহোমে ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে সুইডেন তাদের প্রতিক্রিয়া জানায়। সেইসঙ্গে বাগদাদে সুইডিশ দূতাবাসের সকল কার্যক্রম পরবর্তী ঘোষণা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ইরাকি সূত্রগুলো জানিয়েছে স্টকহোম পুলিশ গতকাল ইরাকি দূতাবাসের সামনে আজকের সমাবেশের অনুমতি দিয়েছিল। ওই ঘটনার প্রতিবাদেই ইরাকে সুইডিশ দূতাবাসে আগুন দেয় মুক্তাদা সাদরের সমর্থকরা। সর্বশেষ খবরে জানা গেছে ইরাক সরকার সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে।

সুইডিশ পুলিশ গতকাল জানিয়েছে তারা স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ ও কুরআন অবমাননার অনুমতি দিয়েছে।

গত ২৮ জুন বিকেলে সালভন মোমিকা নামের এক সুইডিশ নাগরিক ঈদের ছুটির প্রথম দিনে এক জিলদ কুরআন শরিফ ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেয়। স্টকহোম শহরের কেন্দ্রিয় মসজিদে কুরআন পোড়ানোর ওই দুর্ঘটনা ঘটায় মোমিকা।

সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে ইসলাম অবমাননার অংশ হিসেবে কুরআন পোড়ানোর ঘটনা বেড়ে গেছে।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ