আগস্ট ০৩, ২০২৩ ১৫:১৭ Asia/Dhaka
  • পশ্চিমারা শর্ত পূরণ করলে শস্য চুক্তিতে ফিরতে প্রস্তুত রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো তাদের শর্ত পূরণ করল কৃষ্ণসাগরীয় শস্য চুক্তিতে ফিরতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

গতকাল (বুধবার) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, শস্য চুক্তি অনুযায়ী রাশিয়ার নিজের খাদ্যশস্য এবং কৃষিপণ্য রপ্তানির সুযোগ পাওয়ার কথা ছিল, কিন্তু রাশিয়াকে সে সুবিধা কখনো দেয়া হয়নি। শস্য চুক্তি অনুসারে শুধুমাত্র ইউক্রেন তার খাদ্যশস্য রপ্তানি করতে পারবে আর রাশিয়া এর মেয়াদ বাড়াবে- এটা সম্পূর্ণভাবে অর্থহীন দাবি।

তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর ক্রেমলিন থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে সুস্পষ্টভাবে বলেছেন, রাশিয়ার শর্তের ব্যাপারে পশ্চিমারা যখন তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে, তখনই মস্কো শস্য চুক্তিতে ফিরে আসবে।

এদিকে, এরদোগানের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন- এমন পদক্ষেপ নেয়া উচিত হবে না যা কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি আবার চালু করার বিষয়টিতে অচল অবস্থার সৃষ্টি করে। এরদোগান এই চুক্তিকে ‘শান্তির সেতু’ বলে উল্লেখ করেছেন।

২০২২ সালের জুলাই মাসে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি সই হয়। এই চুক্তি অনুসারে, কৃষ্ণসাগরের বন্দরগুলো ব্যবহার করে ইউক্রেন বহির্বিশ্বে খাদ্যশস্য রপ্তানি করতে পারবে। চুক্তি অনুসারে, রাশিয়াও নিজের উৎপাদিত খাদ্যশস্য ও কৃষিপণ্য রপ্তানি করার সুবিধা পাওয়ার কথা। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আজ পর্যন্ত রাশিয়া সেই সুবিধা পায়নি। এজন্য গত মাসে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রাশিয়া এর মেয়াদ বাড়াতে অস্বীকার করে।

# পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ