'মার্কিন নিষেধাজ্ঞা বলকান অঞ্চলের সংঘাতকে গভীর করছে'
https://parstoday.ir/bn/news/world-i126354-'মার্কিন_নিষেধাজ্ঞা_বলকান_অঞ্চলের_সংঘাতকে_গভীর_করছে'
হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বলকান অঞ্চলের নির্বাচিত কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
আগস্ট ০৩, ২০২৩ ১৫:২৩ Asia/Dhaka
  • 'মার্কিন নিষেধাজ্ঞা বলকান অঞ্চলের সংঘাতকে গভীর করছে'

হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বলকান অঞ্চলের নির্বাচিত কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।

হাঙ্গেরির নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিমন্ত্রী পিটার স্টারে গতকাল (বুধবার) হাঙ্গেরির এমটিআই বার্তা সংস্থাকে একথা বলেছেন। এর আগে আমেরিকা বসনিয়া হারজেগোভিনার একটি প্রদেশের নির্বাচিত চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। হাঙ্গেরির প্রতিমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা সব সময় এই অঞ্চলে ব্যর্থ হয়েছে এবং নিষেধাজ্ঞা কখনো শান্তি আনতে পারে না বরং উত্তেজনা এবং সংঘাতকে বাড়িয়ে তোলে।

পিটার স্টারে বলেন, পশ্চিম বলকান অঞ্চলে নিষেধাজ্ঞার পরিবর্তে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনাটাকেই অগ্রাধিকার দেয়া দরকার। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাদের পক্ষে আইনের অবস্থান এবং যত তাড়াতাড়ি সম্ভব সংলাপ শুরু করা উচিত। হাঙ্গেরির এ মন্ত্রী আরো বলেন, বলকান অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হাঙ্গেরির কাছে প্রাথমিক জাতীয় নিরাপত্তাগত স্বার্থ এবং বসনিয়া হারজেগোভিনায় শান্তি প্রতিষ্ঠার বিষয়টি অব্যাহত রাখার চেষ্টা করবে বুদাপেস্ট। গত ৩১ জুলাই বসনিয়া হারজেগভিনার রিপাবলিকা স্রেপ‌্স্কা প্রদেশের ৪ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই প্রদেশের সংসদ সম্প্রতি এমন একটি আইন পাস করেছে যার ফলে বসনিয়ার সাংবিধানিক আদালত ওই অঞ্চলে অকার্যকর হয়ে যাবে।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।