আগস্ট ০৩, ২০২৩ ১৭:২১ Asia/Dhaka
  • জাস্টিন ট্রুডো ও সোফি
    জাস্টিন ট্রুডো ও সোফি

দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও স্ত্রী সোফি গ্রেগোয়ার। ট্রুডো গতকাল (বুধবার) বিবাহ বিচ্ছেদের এ ঘোষণা দেন। স্ত্রী সোফিও একই ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার মধ্য দিয়ে সারা বিশ্বে এক রকমের বিস্ময় ছড়িয়ে দিয়েছেন এই দম্পতি। 

ট্রুডো-সোফির দাম্পত্যজীবন সম্পর্কে অনেকের কাছেই ভিন্ন ধারণা ছিল। অনেকেই মনে করতেন- এই দম্পতির মাঝে সম্পর্কের গভীরতা অনেক বেশি। তাই তাদের বিচ্ছেদের ঘোষণা অনেককেই হতবাক করেছে; অনেকের কাছেই অপ্রত্যাশিত মনে হয়েছে। 
এরইমধ্যে বিচ্ছেদ সংক্রান্ত আইনি নথিতে সই করেছেন তারা। গতকাল ট্রুডোর কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ট্রুডো-সোফি দম্পতির দেড় যুগের বিবাহিত জীবনের অবসান ঘটলো।
ট্রুডোর কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তার স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য আইনি ও নীতিগত যেসব কাজ করতে হয়, তা একসঙ্গে করেছেন তারা। ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তারা পরিবারের মতো হয়েই থাকবেন। তিন সন্তান যাতে নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয়, সেটা নিশ্চিত করতে মনোযোগী হবেন ট্রুডো ও সোফি।
২০০৫ সালের মে মাসের শেষ দিকে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তিনটি সন্তান রয়েছে তাদের।#
পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ