পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের সমর্থন দেয়ার জন্য তালেবানকে অভিযুক্ত করলো ইসলামাবাদ
-
জেনারেল সৈয়দ আসিম মুনির
পাকিস্তানি সেনাবাহিনীর কমান্ডার জেনারেল সৈয়দ আসিম মুনির পাকিস্তান ভিত্তিক তেহরিক-ই-তালেবানের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করার জন্য আফগান তালেবানকে অভিযুক্ত করেছেন। তিনি এও বলেছেন, তালেবানরা দোহা চুক্তির নিয়ম লঙ্ঘন করেছে যা কিনা এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর।
খাইবার পাখতুন খোয়া প্রদেশের উপজাতি অধ্যুষিত একটি গ্রামে সফরে গিয়ে তিনি বলেছেন, আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আশ্রয়গ্রহণ এবং সেখানে তাদের অবাধ বিচরণ নিয়ে ইসলামাবাদ গভীর উদ্বিগ্ন। যদিও পাক সেনা কমান্ডার তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত দোহা চুক্তি লঙ্ঘনের জন্য তালেবানকে অভিযুক্ত করেছেন, কিন্তু চুক্তির বিধান সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি জানাননি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলার জন্য তালেবানের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, দোহা চুক্তিতে তালেবানরা আফগানিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা ঠেকাতে এবং এই দেশের ভূখণ্ডকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সে কারণে আমেরিকা ও পাকিস্তান তালেবানের বিরুদ্ধে আল-কায়েদা ও তেহরিক-ই-তালেবানসহ অন্য সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে।
ইরানের রাজনৈতিক বিশ্লেষক আহমাদ মানসুর খান এ ব্যাপারে বলেছেন, 'যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান ভেবেছিল যে তারা দোহা চুক্তির কাঠামোর মধ্যে তালেবানদের আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু এখন ধারণা করা হচ্ছে, তারা এ ক্ষেত্রে সফল হয়নি। এমনকি সন্ত্রাসীরা তাণ্ডব চালালেও তালেবানরা আফগানিস্তানের মাটিতে তাদেরকে আশ্রয় দেয়ার ব্যাপারে আমেরিকা ও পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এই অবস্থা ধীরে ধীরে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে'।
প্রকৃতপক্ষে, পাকিস্তান সরকার আফগান নাগরিকদের পাকিস্তানে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার জন্যও অভিযুক্ত করেছে এবং বারবার সতর্ক করে দিয়ে বলেছে ইসলামাবাদ ওইসব সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করতে এবং যে কোনো মূল্যে তার নাগরিকদের রক্ষা করতে কোনো ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এর অর্থ হচ্ছে, সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করে দেয়ার জন্য পাকিস্তান প্রয়োজনে আফগানিস্তানের মাটিতে সামরিক অভিযান চালাবে।
প্রায় আট দশক ধরে ভারতকে পাকিস্তান মোকাবেলা করে আসছে। এ অবস্থায় ছোট সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহজেই পাকিস্তানের ভূখণ্ডে বিভিন্ন সন্ত্রাসী হামলা চালানোর বিষয়টিকে পাকিস্তানের জনগণ সহজভাবে নিতে পারছে না। কেননা এসব সন্ত্রাসী হামলা ঠেকাতে সেনাবাহিনী কার্যত ব্যর্থ হচ্ছে। তবে, আফগানিস্তানের বিরুদ্ধে বড় আকারে সামরিক অভিযানে নামতে পাকিস্তান সেনাবাহিনী তড়িঘড়ি কোনো পদক্ষেপ নেবে না। কেননা এমন পরিস্থিতির পরিণতি সম্পর্কে তালেবান এরই মধ্যে ইসলামাবাদকে সতর্ক করে দিয়েছে। এ অবস্থায় পাকিস্তান ভিত্তিক তেহরিকে তালেবানকে আত্ম সমর্পণে বাধ্য করা ছাড়া বিকল্প কোনো পথ দেখছে না পাকিস্তান সেনাবাহিনী। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।