পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করল ভারত
-
পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করল ভারত
পার্সটুডে-নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছে ভারত তা প্রত্যাখ্যান করেছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে, দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের ঘটনা ঘটে। শনিবার ইসলামাবাদ ও নয়াদিল্লি ঘোষণা করেছে যে তারা 'সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং সামরিক কর্মকাণ্ড বন্ধের' ব্যাপারে যে সমঝোতায় পৌঁছেছে তা তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে। ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-পাকিস্তান সংঘাতে মধ্যস্থতা এবং বাণিজ্যিক চাপ প্রয়োগের মাধ্যমে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের দাবিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
ভারতীয় ওই মন্ত্রণালয় বলেছে: দুই দেশকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার জন্য ট্রাম্প ভারত ও পাকিস্তানের সাথে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিলেন বলে যে দাবি করা হচ্ছে তা অগ্রহণযোগ্য।
ভারতীয় কূটনৈতিক প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, দেশের দীর্ঘদিনের জাতীয় অবস্থান হল জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত যে-কোনো সমস্যা কেবল নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয়ভাবে সমাধান করা হবে।
ভারতীয় সংবাদপত্র 'টাইমস অফ ইন্ডিয়া'ও একটি প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে বলেছে 'ট্রাম্প ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ছিলেন না।'
২২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় কাশ্মীরের শ্রীনগর শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত পহেলগামের পর্যটন এলাকায় বন্দুকধারীরা পর্যটকদের একটি দলের ওপর গুলি চালায়। অতর্কিত ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়। ভারতীয় কর্মকর্তারা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন এবং ওই হামলায় পাকিস্তান জড়িত রয়েছে বলে অভিযোগ তুলেছেন। পাকিস্তান ভারতের সেই অভিযোগ অস্বীকার করেছে।#
পার্সটুডে/এনএম/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।