আগস্ট ১৫, ২০২৩ ১৮:০৪ Asia/Dhaka
  •  অবমাননার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারগুলোর প্রতি ওআইসি রাষ্ট্রদূতদের আহ্বান

ব্রিটেনে নিযুক্ত ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা সুইডেন এবং ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার পুনরাবৃত্তি ঠেকাতে পশ্চিমা দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল (সোমবার) ৫৭ জাতির এই সংস্থার রাষ্ট্রদূতরা এক বিবৃত্তির মাধ্যমে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বারবার যদি পবিত্র কোরআনের অবমাননা হতে থাকে তাহলে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে পড়বে এবং তাতে সহিংসতা বাড়বে।

ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা বিবৃতিতে পশ্চিমা সরকারগুলোসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে বৈষম্য, ইসলামভীতি এবং বিদ্বেষমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, “পশ্চিমা সরকারগুলোর কোনভাবেই চরমপন্থা সহ্য করা উচিত হবে না; তাতে ইসলামভিত্তি এবং বিদ্বেষ বাড়বে। অন্য ধর্মের পবিত্র গ্রন্থকে বারবার অবমাননা করা কোনমতেই বাক স্বাধীনতা বলে চালিয়ে দেয়ার সুযোগ নেই।” 

ব্রিটেনে ইরাকি দূতাবাস এই উদ্যোগ নেয় এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এই বিবৃতি প্রকাশের প্রস্তাব করেন। সুইডেনে বসবাসকারী ইরাকের দুই নাগরিক গতকাল আবার পবিত্র কুরআন অবমাননা করে এবং এ দিনই এই বিবৃতি প্রকাশ করা হয়। এ নিয়ে গত কিছুদিনের মধ্যে চতুর্থ বার পবিত্র কুরআনের অবমাননা করা হলো। গতকাল ইরাকি ওই দুই নাগরিক সুইডেনের জাতীয় সংসদের সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে পবিত্র কুরআনে লাথি মারে এবং তারা কয়েকটি পৃষ্ঠায় আগুন ধরিয়ে দেয়।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ