আগস্ট ২৮, ২০২৩ ১৮:১৯ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানভ
    মিখাইল উলিয়ানভ

আন্তর্জাতিক সংস্থাগুলিতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন: ব্রিক্স গ্রুপে কোনও দেশি বা বিদেশী নেতা বলে কিছু নেই,এই গ্রুপের সকল সদস্য সমান। ব্রিক্স গ্রুপকে পশ্চিমা সংস্থাগুলোর সঙ্গে তুলনা করে মি. উলিয়ানভ ওই মন্তব্য করেন।

ফারস বার্তা সংস্থা আরও জানিয়েছে, মিখাইল উলিয়ানভ 'এক্স 'সোশ্যাল নেটওয়ার্কে (আগের টুইটার) একটি বার্তায় লিখেছেন: জি-সেভেন, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদির মতো পশ্চিমা সংস্থাগুলোর সঙ্গে ব্রিকসের মৌলিক পার্থক্য রয়েছে।

তিনি বলেন ব্রিক্সের সকল সদস্য সমান মর্যাদার অধিকারী। কিন্তু পশ্চিমা সংস্থাগুলোর সদস্যদের ব্যাপারে এ কথা বলা যায় না।

একই রকম তুলনা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও বলেছেন: ব্রিকস এবং জি-সেভেনসহ অন্যান্য পশ্চিমা জোটের মধ্যে পার্থক্য হল তারা সবাই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকে।

সিনিয়র এই রুশ কূটনীতিক আরও বলেন: ব্রিকস নেতারা প্রকৃত সমস্যা নিয়ে কাজ করেন। আর পশ্চিমা রাজনীতিবিদ এবং সাংবাদিকরা তাদের জিহ্বা নাড়াতেই বেশি পছন্দ করে।

ল্যাভরভ বলেন: ব্রিক্স সম্পর্কে পশ্চিমা রাজনীতিবিদ ও সাংবাদিকদের অপমানজনক কথা বলার প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন: এই আচরণ প্রমাণ করছে তারা তাদের জিহ্বা নাড়াচ্ছে আর আমরা বাস্তব ইস্যুতে আমাদের মস্তিষ্ক ব্যবহার করছি।

ব্রিক্স হল উদীয়মান অর্থনীতির দেশগুলির একটি গ্রুপের নাম। এই নামটি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সদস্য দেশগুলির ইংরেজি নামের প্রথম অক্ষর যোগে তৈরি হয়েছে।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

 

ট্যাগ