আগস্ট ৩১, ২০২৩ ০৯:৫১ Asia/Dhaka
  • আফগানিস্তান ত্যাগের আগে কাবুলে কয়েকজন মার্কিন সেনা (ফাইল ফটো)
    আফগানিস্তান ত্যাগের আগে কাবুলে কয়েকজন মার্কিন সেনা (ফাইল ফটো)

আফগানিস্তানে ২০ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২০২১ সালের ৩০ আগস্ট আফগানিস্তান থেকে সর্বশেষ মার্কিন সেনাকে সরিয়ে নেয়া হয়।

মার্কিন সেনারা ২০০১ সালের অক্টোবর মাসে আফগানিস্তান দখল করে এবং এরপর ২০ বছরে কয়েক লাখ নিরীহ বেসামরিক আফগান নাগরিক নিহত ও অন্তত ২০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হয়। তালেবানের শক্ত প্রতিরোধের মুখে ২০২১ সালে আফগানিস্তান থেকে চলে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা।

তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার সম্প্রতি ৩১ আগস্টকে মার্কিন সেনা প্রত্যাহারের বার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে। এর আগে গত ১৫ আগস্ট তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের দ্বিতীয় বার্ষিকী পালিত হয়।

২০০১ সালে আফগানিস্তান দখল করার সময় মার্কিন বাহিনী দাবি করেছিল, তারা দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে এসেছে। কিন্তু ২০ বছরের মার্কিন দখলদারিত্বের সময় আফগান জনগণ এক মুহূর্তের জন্য নিজেদেরকে নিরাপদ ভাবতে পারেনি।

মার্কিন সরকার সেনা প্রত্যাহার করে নিলেও আফগানিস্তানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। সেই সঙ্গে আমেরিকায় থাকা আফগান সরকারের প্রায় ১০ বিলিয়ন বা ১,০০০ কোটি ডলারের সম্পদ আটক করেছে ওয়াশিংটন। মানবাধিকারের রক্ষক বলে পরিচিত মার্কিন সরকার এর মাধ্যমে কোটি কোটি আফগান জনগণের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলে দিয়েছে এবং তাদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩০

ট্যাগ