সেপ্টেম্বর ০৮, ২০২৩ ১৪:৪৩ Asia/Dhaka
  • সাবমেরিন
    সাবমেরিন

উত্তর কোরিয়া তার প্রথম টেকনিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন উদ্বোধন করেছে। পরমাণু ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হামলা চালাতে সক্ষম সাবমেরিনটি কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যকার সমুদ্রসীমায় টহল দেবে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই সাবমেরিন দেশের নৌ বাহিনীর অধীনে থাকবে এবং এটি যুদ্ধে কাজে ব্যবহার করা হবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এই তথ্য জানিয়েছে। কিম জং বলেন, দেশের নৌ বাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করা জরুরী কাজ ছিল। একই সঙ্গে তিনি আরো সাবমেরিন এবং যুদ্ধ জাহাজকে পরমাণু অস্ত্রে সজ্জিত করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উত্তর কোরিয়ার নেতা আরো বলেন, সাম্প্রতিক দিনগুলোতে শত্রুর আগ্রাসী তৎপরতার মুখে আমাদের নৌবাহিনীর দ্রুত শক্তি বৃদ্ধির বিষয়ে অগ্রাধিকার দেয়া হয়েছে।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক মন্তব্য প্রতিবেদনে বলেছে, সাবমেরিন উদ্বোধনের অনুষ্ঠান প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ার নৌ বাহিনীর ক্ষমতা বৃদ্ধির ব্যাপারে নতুন অধ্যায়ের সূচনা করেছে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ