গ্যাবনে ২ বছর পর নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিল সামরিক সরকার
https://parstoday.ir/bn/news/world-i127972-গ্যাবনে_২_বছর_পর_নির্বাচন_দেয়ার_প্রতিশ্রুতি_দিল_সামরিক_সরকার
মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের অন্তর্বর্তী সরকার বলেছে, দেশটির সামরিক শাসকরা একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য দুই বছরের যে সময়সীমা ঘোষণা করেছে তা অত্যন্ত ‘যুক্তিসঙ্গত’। গত মাসে এক সামরিক অভ্যুত্থানের জের ধরে দেশটিতে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১৩:১১ Asia/Dhaka
  • রেমন্ড এনডং সিমা
    রেমন্ড এনডং সিমা

মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের অন্তর্বর্তী সরকার বলেছে, দেশটির সামরিক শাসকরা একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য দুই বছরের যে সময়সীমা ঘোষণা করেছে তা অত্যন্ত ‘যুক্তিসঙ্গত’। গত মাসে এক সামরিক অভ্যুত্থানের জের ধরে দেশটিতে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।

গ্যাবনের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী রেমন্ড এনডং সিমা বলেছেন, সেনাবাহিনী দুই বছর পরে হলেও একটি নির্বাচন অনুষ্ঠানের যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি আশাব্যাঞ্জক ঘটনা। আজ হোক কাল হোক সময়টি একদিন আসবেই।

গত ৩০ আগস্ট গ্যাবনের সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা গত ৪ সেপ্টেম্বর দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এরপর গত সপ্তাহে তিনি বিরোধী দলীয় নেতা এনডং সিমাকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেন। 

সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষিত আইনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কেউ দুই বছর পর অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। অবশ্য এর ফলে জেনারেল এনগুয়েমা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে তাকে আটকানো যাবে না। তিনি দেশের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করে তা গণভোটে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

গত ৩০ আগস্ট ক্ষমতাচ্যুত গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনডিম্বা ২০০৯ সালের নির্বাচনে জয়ী হন। এর আগে তার পিতা ওমর বঙ্গো ৪২ বছর দেশটি শাসন করেন। বঙ্গো পরিবারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।