সেপ্টেম্বর ২০, ২০২৩ ১৮:১৩ Asia/Dhaka
  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে সম্পর্ক ‘নতুন উচ্চতায় পৌঁছেছে’

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, দুই দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ (বুধবার) তেহরানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও মেজর জেনারেল আলী বাকেরি

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের বিরোধিতা সত্ত্বেও ইরান ও রাশিয়া তাদের পরিকল্পিত কর্মকাণ্ডগুলো এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরান এবং রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার চাপ এরইমধ্যে ব্যর্থ বলে প্রমাণ হয়েছে; এর বিপরীতে দুই দেশের মধ্যে সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে।
রাশিয়া এবং ইরানের মধ্যকার সংলাপের কারণে দুই দেশের মধ্যে আস্থার ভিত্তিতে যে সম্পর্ক তৈরি হয়েছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। সের্গেই শোইগু বলেন, “আমাদের প্রতিরক্ষা অংশদারিত্বকে অব্যাহত রাখার জন্য এসব বৈঠক দু দেশের অভিন্ন সংকল্পের কথা তুলে ধরে।” মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদার করার জন্য ইরানের সঙ্গে আরো পদক্ষেপ নেয়ার ব্যাপারে রাশিয়ার প্রস্তুতির কথা ঘোষণা করেন সের্গেই শোইগু।
এদিকে, রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আলী বাকেরি বলেছেন, দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা চুক্তি সইয়ের জন্য তেহরান ও মস্কো কাজ করছে। তিনি আশা করেন, শিগগিরি এ ধরনের চুক্তি সই হবে যার মাধ্যমে ক্রমেই বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে। 
তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিশ্বাস করেন, ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং এজন্য এ ধরনের প্রতিরক্ষা চুক্তি হওয়া জরুরি।#
পার্সটুডে/এসআইবি/২০

ট্যাগ