সেপ্টেম্বর ২১, ২০২৩ ১৪:২৮ Asia/Dhaka
  • পুতিন
    পুতিন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে চীনে বেল্ট অ্যান্ড রোড বিষয়ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বেইজিং সফরের সময় ওই সম্মেলনে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট।

গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে মস্কো পৌঁছান এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে পুতিন চীনা প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণের কথা ঘোষণা করেন।প্রেসিডেন্ট পুতিন বলেন, "চীনা প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করে আমি নিশ্চয়ই খুশি। এই আমন্ত্রণের কারণে অক্টোবর মাসে আমি ওয়ান বেল্ট, ওয়ান রোড বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাব।

চীনের এই ওয়ান বেল্ট, ওয়ান রোড ধারণা এখন আন্তর্জাতিক ব্রান্ডে পরিণত হয়েছে।"বেইজিংয়ের এ কর্মসূচিকে চীন এবং রাশিয়া- দু দেশের অভিন্ন স্বার্থ বলে সুস্পষ্টভাবে উল্লেখ করেন প্রেসিডেন্ট পুতিন। ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচি ইউরেশিয়ান ক্ষেত্র সৃষ্টির বিষয়ে বিরাট ভূমিকা রাখবে। আমরা এর সাথে সম্পূর্ণভাবে যুক্ত আছি।"

মাল্টায় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভানের সঙ্গে বৈঠকের পর ওয়াং ই রাশিয়া সফরে গেছেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা ও চীনের মধ্যে সম্পর্কের বড় রকমের অবনতি হয়েছে। এই যুদ্ধে চীন রাশিয়াকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে আমেরিকা ইউক্রেনকে সব রকম সাহায্য সহযোগিতা দিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ