সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১১:০০ Asia/Dhaka
  • ন্যাটোকে এশিয়ায় সম্প্রসারণ করবে পাশ্চাত্য: রুশ এমপি

চলতি দশকের শেষ নাগাদ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে এশিয়ায় সম্প্রসারণ করা হতে পারে বলে রাশিয়ার একজন সংসদ সদস্য ভবিষ্যদ্বাণী করেছেন।

এশিয়ায় পশ্চিমা-বিরোধী আঞ্চলিক কোনো কোনো শক্তিকে বাগে আনতে এই মহাদেশের কয়েকটি দেশকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি মন্তব্য করেন।

রুশ পার্লামেন্টে কমিউনিস্ট পার্টির সদস্য জেনারেল ভিক্তোর সোভোলেভ গতকাল (সোমবার) মস্কোয় এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জাপান ও দক্ষিণ কোরিয়াকে ন্যাটোর সদস্য করা হতে পারে। পশ্চিমারা নিঃসন্দেহে এশিয়াকে সামরিকীকরণ করবে বলে তিনি মন্তব্য করেন।

সোভোলেভ বলেন, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতেই ওই দুই দেশকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সব কিছু করবে আমেরিকা। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে রাশিয়ার রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের প্রতি আহ্বান জানান এই রুশ সংসদ সদস্য।তিনি বলেন, বিষয়টি রাশিয়ার জন্য সত্যিকার হুমকি হয়ে দাঁড়াবে।

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলতি মাসের গোড়ার দিকে বলেছিলেন, আঞ্চলিক শক্তিগুলোকে পরাভূত করতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের সেনা ও সামরিক অবকাঠামো মোতায়েন করতে চায় ন্যাটো।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ