অক্টোবর ০২, ২০২৩ ০৯:৪৫ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে করমর্দন করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে করমর্দন করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার ‘অন্যায় ও আপত্তিকর শত্রুতার’ তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং। দেশটি বলেছে, এই শত্রুতা প্রমাণ করে ওয়াশিংটন এখনও শীতল যুদ্ধের সময়কার আধিপত্যবাদী মানসিকতা পোষণ করে।

উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইম চোন ইল রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেন। তিনি বলেন, “উত্তর কোরিয়া-রাশিয়া সম্পর্কের প্রতি যুক্তরাষ্ট্রের অদম্য বিদ্বেষ একথা প্রমাণ করে যে, সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনচেতা দেশগুলির সঙ্গে আচরণের ক্ষেত্রে ওয়াশিংটনের শক্তি ও বুদ্ধির অভাব রয়েছে।”

উত্তর কোরিয়ার এই শীর্ষস্থানীয় কূটনীতিক আরো বলেন, “আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যকার নিরাপত্তা জোট কিংবা ওয়াশিংটনের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক ব্লক উভয়ই ক্যান্সার সদৃশ সত্তা যা আন্তর্জাতিক ব্যবস্থাকে বিপন্ন করে তুলেছে।” তিনি ন্যাটোকে ইউক্রেনের চলমান সংকটের ‘মূল পরিকল্পনাকারী’ বলে অভিহিত করেন। 

ইম আরো বলেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্কে যে নতুন উচ্চতায় পৌঁছেছে তা সম্ভব হয়েছে আমেরিকা ও তার মিত্রদের শত্রুতার কারণেই।সাম্রাজ্যবাদীদের সামরিক হুমকির মোকাবিলায় রাশিয়াসহ সকল স্বাধীনচেতা দেশের সঙ্গে উত্তর কোরিয়া সম্পর্ক শক্তিশালী করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গতমাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাশিয়া সফরে গিয়ে সেখানে প্রায় এক সপ্তাহ অতিবাহিত করেন। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুসহ পদস্থ রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উত্তর কোরিয়ার নেতা রাশিয়ার পরমাণু অস্ত্রবাহী বোমারু ও যুদ্ধবিমান পরিদর্শন করেন। কিম জং-উনকে যেসব বিমান দেখানো হয় সেগুলোর মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত মিগ-৩১ যুদ্ধবিমান রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২

 

 

ট্যাগ