অক্টোবর ০৪, ২০২৩ ১৬:০৪ Asia/Dhaka
  • ইউক্রেনকে অস্ত্রের চালান না পাঠাতে জার্মান সরকারের প্রতি রাজনৈতিক ও সমাজকর্মীদের আহ্বান

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের কাছে অস্ত্রের চালান না পাঠানোর জন্য জার্মান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির রাজনীতিবিদ ও সমাজকর্মীরা।

গতকাল (মঙ্গলবার) জার্মানির সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সভা সমাবেশসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে এবং ইউক্রেনে অস্ত্র না পাঠানোর জন্য সমাবেশ থেকে  সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। তবে সরকারপন্থীরাও সংহতি দিবস উপলক্ষে সভা-সমাবেশ করেছে।
বিরোধীদের কয়েকটি সভা-সমাবেশ থেকে চ্যান্সেলর ওলাফ শোলজের সরকারের বিরুদ্ধে ইউক্রেনপন্থী নীতি গ্রহণের সমালোচনা করা হয়েছে। সমাবেশকারীরা ইউক্রেনকে অস্ত্র দেয়ার নীতি গ্রহণ এবং জার্মানিতে যে শরণার্থীর ঢল নেমেছে তার জন্য চ্যান্সেলর শোলজসহ সরকারি কর্মকর্তাদের দায়ী করেন। 
এর মধ্যে ডানপন্থী অল্টারনেটি ফর জার্মানি পার্টি একটি সমাবেশ করে যাতে প্রায় ৪০০০ মানুষ উপস্থিত ছিল। এ দলের সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানী বার্লিনের লাস্টগার্টেন পার্কে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশটি শেষ হয় তবে সরকারেরপন্থীদের সঙ্গে সামান্য কিছু তর্ক-বিতর্ক হয়।#
পার্সটুডে/এসআইবি/৪

ট্যাগ