অক্টোবর ১৯, ২০২৩ ২০:৫৩ Asia/Dhaka
  • ইসরাইলকে অস্ত্র সরবরাহ: প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর হামলা চালাতে ইহুদিবাদী ইসরাইলকে অস্ত্র সরবরাহ করার ঘোষণা দেয়ার প্রতিবাদে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের একজন অভিজ্ঞ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্সের পরিচালক জশ পল তার পদত্যাগপত্রে বলেছেন, “অন্ধভাবে একপক্ষকে সমর্থন দেয়া দীর্ঘ মেয়াদে দুই পক্ষের জন্যই ধ্বংসাত্মক হয়ে দেখা দেয়।”

গাজা পরিস্থিতিতে মার্কিন সরকার ও কংগ্রেসের তৎপরতাকে তিনি পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক সুবিধাবাদিতা, বুদ্ধিবৃত্তির দেউলিয়াত্ব এবং আমলাতান্ত্রিক জড়তার ওপর নির্মিত একটি আবেগপ্রবণ প্রতিক্রিয়া। এটি অত্যন্ত হতাশাজনক এবং সম্পূর্ণরূপে আশ্চর্যজনক।”

মার্কিন পররাষ্ট্র দপ্তরে ১১ বছর ধরে কাজ করা জশ পল তার দুই পৃষ্ঠার পদত্যাগপত্রে বলেছেন, "ইসরাইলের জন্য আমেরিকার সমর্থন শুধু ইসরাইল ও ফিলিস্তিনের জনগণের দুর্ভোগ বাড়াবে। তিনি বলেন, গত দশকগুলোতে আমরা যে ভুল করেছি আমি আশংকা করছি সেই ভুলের পুনরাবৃত্তি করতে চলেছি। আমি আর এর অংশীদার হতে চাই না।”

জশ পল আরো বলেন, “আমরা একই সময়ে দখলদারিত্বের বিরোধী হতে পারি না, আবার পক্ষেও হতে পারি না। যারা বস্তুগতভাবে খারাপ তাদেরকে আমরা সহযোগিতা করে একটি কল্যাণমূলক বিশ্বের প্রবক্তা হতে পারি না।” #

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ